এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিধানসভার আগে উত্তরবঙ্গের মন জয়ে আজ বড়সড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতার? নতুন করে বাড়ছে জল্পনা

বিধানসভার আগে উত্তরবঙ্গের মন জয়ে আজ বড়সড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতার? নতুন করে বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ক্ষমতায় আসার পর থেকেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই বিধানসভা নির্বাচন। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের ফলাফল খুব একটা ভালো হয়নি। তবে তার পর থেকেই প্রশাসনিকভাবে এবং দলগত সেই উত্তরবঙ্গকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছেন বাংলার প্রশাসনিক প্রধান। আর এই পরিস্থিতিতে নির্বাচনের আগে এবার উত্তরবঙ্গ উৎসব উদ্বোধন করতে ফের উত্তরবঙ্গে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ সোমবার শিলিগুড়ি শহরের বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চে উত্তরবঙ্গ উৎসবের সূচনা অনুষ্ঠান হবে। যার শুভ উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। আর এই উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি করে উত্তরবঙ্গের মানুষের মন জয় করার চেষ্টা করবেন বলেই মনে করছেন একাংশ।

জানা গেছে, আজ সোমবার বিকেল তিনটের সময় উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তার এই সফরের আগে তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন ফ্লেক্স, ফেস্টুন টানানো হয়েছে। তবে শুধু উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন নয়, মুখ্যমন্ত্রী এই সফর থেকে বেশকিছু প্রকল্পের উদ্বোধন করবেন বলেও খবর। যার মধ্যে রয়েছে কোচবিহার জেলার দুটি সেতু এবং একটি দমকল কেন্দ্রের উদ্বোধন। মূলত জনসাধারনের দীর্ঘদিনের দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জয়ী সেতুর উদ্বোধন করবেন।

আর এই সেতু যদি চালু হয়ে যায়, তাহলে হলদিবাড়ি এবং মেখলিগঞ্জের মধ্যে যাতায়াতের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও মানসাই নদীর আদাবাড়ি ঘাটে একটি সেতুর উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। পাশাপাশি কোচবিহারের নিশিগঞ্জে একটি দমকল কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। শুধু তাই নয়, ওভারব্রিজ, সিমেন্ট কারখানা, ইয়ুথ হোস্টেল সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মমতা বন্দোপাধ্যায়ের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, উত্তরবঙ্গ দখলে এবার বিজেপি রীতিমত উঠে পড়ে লেগেছে। রাজ্যের ক্ষমতা দখল করতে উত্তরবঙ্গ যে তাদের কাছে বড় সম্বল, তা বলার অপেক্ষা রাখে না। গত লোকসভা নির্বাচনে আটটি আসনের মধ্যে সাতটি আসন দখল করার পর থেকেই বিজেপি উত্তরবঙ্গ নিয়ে বাড়তি আত্মপ্রত্যয়ী। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ উৎসবের সূচনা করতে এসে একাধিক উন্নয়নের সূচনা করে মানুষের মন জয় করার চেষ্টা করছেন।

অর্থাৎ একদিকে বিজেপির মোকাবিলা এবং অন্যদিকে তার সরকারের পক্ষ থেকে একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে দিয়ে মানুষের মধ্যে নিজেদের ভাবমূর্তি গ্রহণযোগ্য করে তোলার মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের সফরের অন্যতম প্রধান লক্ষ্য বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে আরো কি কি চমক থাকে, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!