বিধায়ক পদ ত্যাগের পর গণমাধ্যমে বিশেষ বিবৃতি প্রাক্তন বনমন্ত্রীর তৃণমূল রাজনীতি রাজ্য January 29, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শুক্রবার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । আজ বিধকপদ ত্যাগের পদত্যাগপত্র লোকসভার অধ্যক্ষের কাছে জমা দিলেন তিনি। পদত্যাগপত্র জমা দেয়ার পর বিধানসভা থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হলেন রাজ্যের প্রাক্তন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চির কৃতজ্ঞ, চির ঋণী থাকবেন তিনি। আজ গণমাধ্যমে প্রাক্তন বন মন্ত্রী জানালেন যে, আজ তিনি পশ্চিমবঙ্গের বিধানসভার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। তিনি সম্মানীয় অধ্যক্ষের কাছে তাঁর ইস্তফা পত্র জমা দিয়েছেন। অধ্যক্ষ তাঁকে কিছু প্রশ্ন করেছিলেন, তিনি তাঁর উত্তর দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, সবকিছুই আইন অনুযায়ী বিচার করবেন অধ্যক্ষ। এরপর তাঁর সিদ্ধান্তের কথা তিনি জানাবেন। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষকে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এর সঙ্গে সঙ্গেই তিনি ধন্যবাদ জানালেন রাজ্যের মানুষকে। তিনি জানালেন যে, বিগত ১০ বছর ধরে রাজ্যবাসীর সাহায্য ও সহযোগিতা তিনি পেয়েছেন। তিনি কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যিনি তাঁকে বিধায়ক হবার সুযোগ করে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর প্রতি তিনি জানালেন যে, তিনি তাঁর কাছে চির কৃতজ্ঞ ও চিরঋণী হয়ে থাকবেন। প্রাক্তন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন যে, যারা তাঁকে বিধায়ক করেছেন সেই ডোমজুড়ের সাধারণ মানুষদের তিনি ধন্যবাদ জানাচ্ছেন। জনতার উদ্দেশ্যে তিনি জানালেন যে, মানুষকে কথা দিচ্ছেন তিনি যে, মানুষের পাশেই তিনি থাকবেন। তিনি জানালেন যে, তিনি রাজনীতি মানুষের স্বার্থেই করে থাকেন। নির্দল হয়ে কাজ করা যায় না, এ কারণেই কোনো না কোনো দলের ছত্রছায়ায় থেকে কাজ করতে হবে তাঁকে। তাঁর পরবর্তী পদক্ষেপের কথা তিনি ফেসবুকে আগামীকাল জানাবেন। প্রসঙ্গত রাজ্যের প্রাক্তন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের জল্পনা তীব্র হয়ে উঠেছে। আগামী ৩১ সে জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভায় তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রবল। অচিরেই তৃণমূলের প্রাথমিক সদস্য পদ ছাড়তে চলেছেন তিনি, এমনটাই তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে। তবে আজকেও দলনেত্রীর ছবি হাতে নিয়ে বেরোতে দেখা গেল তাঁকে। এর উত্তরে তিনি জানালেন যে, দলনেত্রীর কাছে তিনি চির কৃতজ্ঞ। আজকেও মুখ্যমন্ত্রী তাঁর কাছে মায়ের মতো। তিনি তাঁকে সুযোগ করে দিয়েছিলেন। তাঁর ছবি তিনি মাথার পেছনে রাখতেন। এখনো মুখ্যমন্ত্রীর ছবি তাঁর সঙ্গে রাখবেন বলে জানালেন তিনি। আপনার মতামত জানান -