এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > বিদ্যাসাগরের দ্বিশত জন্মশতবার্ষিকীতে বিশেষ উপহার মমতার! খুশিতে ভাসছে মেদিনীপুর! জেনে নিন

বিদ্যাসাগরের দ্বিশত জন্মশতবার্ষিকীতে বিশেষ উপহার মমতার! খুশিতে ভাসছে মেদিনীপুর! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পন্ডিত, সমাজ সংস্কারক, মানবতার পরাকাষ্ঠা পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। আজ ২৬ সে সেপ্টেম্বর, ও আগামী ২৯ সে সেপ্টেম্বর ২ দিন ধরে বিদ্যাসাগরের জন্মদিন পালিত হতে চলেছে এই জেলায়। তবে সরকারিভাবে আজ শনিবার বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হতে চলেছে, গত বছর মুখ্যমন্ত্রীর হাত ধরে যে অনুষ্ঠানের সূচনা হয়েছিল।

প্রসঙ্গত, বীরসিংহ গ্রামে প্রকৃত উন্নয়ন হয় নি এমন অভিযোগ বহু গ্রামবাসীর। ইতিপূর্বে ডেবরার এক প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরসিংহ উন্নয়ন পর্ষদের ঘোষণা করেছিলেন। সেইমতো, গত বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভায় বীরসিংহ উন্নয়ন পর্ষদের প্রস্তাব পাস হলো। আর আজ শনিবার বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে উন্নয়ন পরিষদ নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে। বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানে বিদ্যাসাগর মহাশয়ের জন্মভূমি বীরসিংহ পেতে চলেছে তার উন্নয়ন পর্ষদ।

প্রসঙ্গত আজ ২৬ শে সেপ্টেম্বর শনিবার বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠান পালিত হতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন সৌমেন মহাপাত্র, জেলা শাসক রশ্মি কমল প্রমুখরা। এই অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর আসার সম্ভাবনা ছিল। তবে তিনি আসছেন না বলে জানা গেছে। আবার এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক রাহুল সিংহ। এই অনুষ্ঠান প্রসঙ্গে বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক শক্তিপদ বেরা জানিয়েছেন যে, এই সমাপ্তি অনুষ্ঠানকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাবাসি অত্যন্ত আনন্দিতও উৎসাহিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ, বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠান মঞ্চে জেলাশাসক, মন্ত্রী ও পদস্থ আধিকারিকেরা বীরসিংহ উন্নয়ন পর্ষদ নিয়ে আলোচনা করে চালাতে পারেন বলে সূত্রের খবর। বীরসিংহ উন্নয়ন পর্ষদ এর প্রস্তাব রাজ্য মন্ত্রি সভায় পাস হয়ে যাওয়ার ঘটনায় অত্যন্ত আনন্দিত বীরসিংহের পাশাপাশি ঘাটালবাসি। কারণ এই উন্নয়ন পর্ষদের আওতাভুক্ত সম্ভাবনা রয়েছে ঘাটালের। প্রশাসনের জনৈক শীর্ষ আধিকারিক এ প্রসঙ্গে জানিয়েছেন, ” বীরসিংহ উন্নয়ন পর্ষদ কাজ শুরু করলে শুধু এলাকার পরিকাঠামো উন্নয়ন হবে এমনটা নয়। উন্নয়নের মাধ্যমেই ঘাটাল সহ পাশাপাশি এলাকার ব্যাপক কর্মসংস্থানের সুযোগ ঘটবে। তাতে উপকৃত হবেন এলাকার বিভিন্ন স্তরের মানুষ।’’

অন্যদিকে এ প্রসঙ্গে জেলা শাসক রশ্মি কমল জানিয়েছেন, ” বীরসিংহ উন্নয়ন পর্ষদ অনুমোদনের খবর শুনেছি। সরকারি নির্দেশ মত পদক্ষেপ করা হবে।” প্রসঙ্গত বীরসিংহ গ্রামের জন্য একটি স্বতন্ত্র উন্নয়ন পর্ষদ গঠনের দাবি গ্রামবাসীদের বহুকালের। এই দাবি মেনেই মুখ্যমন্ত্রীর গতবছর উন্নয়ন পর্ষদের ঘোষণা, এবার এই উন্নয়ন পর্ষদের চূড়ান্ত করন। গতকাল শুক্রবার বীরসিংহ গ্রাম কমিটির সম্পাদক অসীম মণ্ডল এ প্রসঙ্গে জানালেন, ” যা চেয়েছি,তার চেয়ে অনেক বেশি পেয়েছি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।”

আবার এই প্রসঙ্গে স্থানীয় তরুণ সংঘ ক্লাবের সভাপতি সুব্রত ঘোষ এর বক্তব্য, “আমরা খুশি। তবে আমরা চাই, উন্নয়ন পর্ষদের অফিস বীরসিংহ থেকে নিয়ন্ত্রত হোক।’’ আবার এ প্রসঙ্গে জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতির বক্তব্য, ” মুখ্যমন্ত্রী বিদ্যাসাগরের প্রতি কতটা শ্রদ্ধাশীল, এটা তার বড় প্রমাণ। যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে হইচই করে, তাদের বোঝা উচিত। রাজ্যের মানুষ সবই বুঝতে পারছেন।”

প্রসঙ্গত উন্নয়ন পর্ষদ হলো একটি স্বশাসিত সংস্থা । যেখানে উন্নয়নের ব্যাপক সুযোগ রয়েছে। এই সংস্থার মাধ্যমে সংশ্লিষ্ট স্থানের রাস্তাঘাট, পরিকাঠামোগত উন্নয়ন যেমন সম্ভব, তেমনি এর মাধ্যমে আসতে পারে কর্ম সংস্থানের জোয়ার। স্থানীয় মানুষেরা বেশি করে কাজের সুযোগ পেতে পারেন এই সংস্থার মাধ্যমে। প্রশাসনিক আধিকারিকেরা জানিয়েছেন যে, বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহের পর্যটন শিল্পের একটা বিরাট সম্ভাবনা রয়েছে। আবার ঘাটাল ব্লক এর বেশ কিছু অঞ্চল এই পর্ষদের অন্তর্ভুক্ত হতে চলেছে। এর ফলে একদিকে যেমন ব্লক, পৌরসভা, পঞ্চায়েত, জেলাপরিষদ এই এলাকার উন্নয়নের কাজ করবে, তেমনি আলাদাভাবে এলাকার উন্নয়ন করবে এই উন্নয়ন পর্ষদ। ফলে ঘাটাল ও বীরসিংহ গ্রামের বিরাট উন্নতি ও সমৃদ্ধির দ্রুত সম্ভাবনা রয়েছে, এমনটাই জানালেন প্রশাসনের আধিকারিকেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!