এখন পড়ছেন
হোম > খেলা > বিরাটের সমালোচনায় গাওস্করের ‘অশালীন’ মন্তব্যের প্রতিক্রিয়ায় মিষ্টি ভাষায় ধুয়ে দিলেন অনুষ্কা!

বিরাটের সমালোচনায় গাওস্করের ‘অশালীন’ মন্তব্যের প্রতিক্রিয়ায় মিষ্টি ভাষায় ধুয়ে দিলেন অনুষ্কা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- আইপিএল নিয়ে চলছে একের পর এক চূড়ান্ত বিতর্ক। খেলা অনুষ্ঠিত হবে, এই সিদ্ধান্ত থেকে শুরু করে প্রতিদিনই নতুন নতুন বিতর্কের সঙ্গে জড়াচ্ছে এই বছরের ক্রিকেট টুর্নামেন্ট। তবে এর কারণ স্বরূপ বর্তমান পরিস্থিতি স্বাভাবিক নয়, সেই কথাটি বারবার তুলে ধরতে চেয়েছেন সকলে। তবে এবারের ঘটনা আদৌ কি সেই বর্তমান পরিস্থিতিকে ইঙ্গিত করে, নাকি নতুন জল্পনার পিছনে রয়েছে অন্য কোন কারণ সেকথা বিচার করতে গেলে বলতে হয় বৃহস্পতিবার পাঞ্জাবের সঙ্গে বেঙ্গালুরু ম্যাচের অভিজ্ঞতার কথা।

এক্ষেত্রে খেলার অভিজ্ঞতা খুব একটা ভালো না হলেও সমস্যা কিন্তু বেঙ্গালুরু বা পাঞ্জাবের পারফরম্যান্স নিয়ে হয়না, সমস্যা তৈরি হয় বেঙ্গালুরুর পারফরম্যান্স নিয়ে সুনীল গাভাস্কারের করা একটি মন্তব্যে। যা নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার পাঞ্জাবের কাছে পরাজয় হয় আরসিবির। আর সেই হারের পেছনে যে বিরাট কোহলির বেশ ভালোই কৃতিত্ব রয়েছে, অনেকেই সেকথা মেনে নেবেন।

কারণ ১৩২ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুযোগ কেএল রাহুলকে তিনিই করে দিয়েছিলেন। কারণ বাউন্ডারি লাইনে দাড়িয়ে থাকার পরও সহজ দুটি ক্যাচ বিরাট কোহলি দু-দুবার মিস করেন। আর তাতেই ৯৭ রানে ঘরে ফিরতে হয় আরসিবিকে। একই সঙ্গে ব্যাট করতে নেমেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। তবে এরই মধ্যে ক্রিকেটপ্রেমীদের ক্ষোভে ঘি ঢালতে বিরাট কোহলির সমালোচনা করতে গিয়ে সুনীল গাভাস্কার অনুষ্কা শর্মার প্রসঙ্গ টেনে এনে কুরুচিকর মন্তব্য করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়ায়। অন্যদিকে পাল্টা জবাব দিতেও দেখা যায় অনুষ্কা শর্মাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে ঠিক কি হয়েছিল এদিন? জানা যায়, এদিন সুনীল গাভাস্কার বলেন লকডাউনে নাকি কোহলি শুধু অনুষ্কার সঙ্গেই বলের প্র্যাকটিস করেছেন। তাতে তো কোনও কাজই হয়নি। আর তাঁর এই কথাতেই বিতর্ক সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। অনেকেই এরপর লেখেন, কিংবদন্তি একজন ব্যাটসম্যানের থেকে এধরনের প্রতিক্রিয়া আশা করা যায় না। তবে পালটা জবাব দিতে ছাড়েননি অনুষ্কা শর্মাও। সোশ্যাল মিডিয়ায় তিনি এরপর লেখেন, সুনীল গাভাস্কার একজন কিংবদন্তি।

কোনও ক্রিকেটার খারাপ পারফর্ম করলে তাঁর খারাপ লাগাটা তিনি বোঝেন। কিন্তু তাঁর স্বামীর সমালোচনা করার জন্য অন্য ভাষারও প্রয়োগ করা যেত। মাঝখান থেকে তাঁর নাম টেনে এনে এরকম ভাষায় কেন প্রতিক্রিয়া দেওয়া হল? এছাড়া তিনি সুনীল গাভাস্কারকে শ্রদ্ধা করেন। ক্রিকেটে তাঁর নাম অত্যন্ত সম্মানের সঙ্গেই নেওয়া হয়। তাই যখন তিনি এমনটা বলেছেন, তখন বেশ খারাপই লেগেছে তাঁর।

এরপরই পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন খোদ সুনীল গাভাস্কার। তাঁর দাবি, তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তাঁর কথায়, তিনি সবসময়ই ক্রিকেটারদের স্ত্রী কিংবা বান্ধবীদের হয়েই সওয়াল করেছেন। আর ওই মন্তব্যে লকডাউনে ক্রিকেটাররা প্র্যাকটিসের সেভাবে সুযোগই পাননি, এটাই তিনি বলতে চেয়েছিলেন। টেনিস বলে অনুষ্কার সঙ্গে কোহলির ক্রিকেট খেলার ভিডিওটির কথা উল্লেখ করেই নিজের বক্তব্য বোঝতে চেয়েছেন তিনি।

তিনি আরও বলেন, তিনি হিন্দিতে ধারাভাষ্য দিচ্ছিলেন। আকাশ চোপড়া ইংরাজিতে বলছিলেন। আর সেখানে ক্রিকেটাররা যে প্র্যাকটিস করতে পারেনি, সেটা নিয়েই কথা হচ্ছিল। তাই শুধু কোহলি নন, রোহিত এবং ধোনিও যে প্রথম ম্যাচে ভাল ব্যাট করেনি, আর অনুশীলনের অভাবেই যে এটা হয়েছে, সেটাই বলা হয়েছিল। তখনই আসে বিরাটের কথা। যেখানে ভিডিওতে বিরাটকে শুধু একবারই বিল্ডিংয়ের ক্যাম্পাসে অনুষ্কার বোলিংয়ে ব্যাট করতে দেখা গিয়েছিল।

তবে এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি উল্টে প্রশ্ন তুলেছেন যে, এক্ষেত্রে অনুষ্কাকে কীভাবে দোষারোপ করা হল তা তিনি বুঝতে পারছেন না। কোথায় অশালীন নিয়েই বা মন্তব্য করলেন তিনি। ভিডিওতে যা দেখেছিলেন সেটাই শুধু বলেছেন। অন্য কেউ এর আলাদা মানে বের করলে সেখানে তাঁর কিছু করার নেই। তবে সোশাল মিডিয়ায় যেভাবে ব্যাপারটা নিয়ে উত্তেজনা তৈরী হয়েছে, তাতে এখানেই সমস্যার সমাধা হয় কিনা, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!