এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত ভোট বিতর্কের মাঝেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

পঞ্চায়েত ভোট বিতর্কের মাঝেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের


বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের পরিবর্তন করে ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে মমতা বান্দ্যোপাধ্যায়ের নেতৃত্ত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। ক্ষমতায় এসেই রাজ্যের কর্মসংস্থানের জন্য একাধিক পদক্ষেপ নেয় তৃণমূল সরকার, তারমধ্যে অন্যতম হল সব জেলাতে দফায় দফায় বিপুল সংখ্যায় সিভিক ভলান্টিয়ার নিয়োগ। রাজ্যের প্রশাসনিক কাজে সাহায্য করা এই সিভিক ভলান্টিয়ারদের এতদিন অনেক সময়ই সাধারণ মানুষের হেনস্থার শিকার হতে হয়েছে, তাঁদের নির্দিষ্ট পোশাক না থাকায়। সূত্রের খবর, আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও নির্বাচনী কাজে এইসব সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগাতে পারে রাজ্য সরকার। আর তাই তাঁদের পরিচিতি সুনিশ্চিত করে এবার বড়সড় সিদ্ধান্ত নেওয়া হল নবান্নের শীর্ষস্তর থেকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পুলিশকে যেমন তাঁদের খাঁকি উর্দি দেখলেই চেনা যায়, রাজ্যের আইন-শৃঙ্খলা বজায় রাখতে সিভিক ভলান্টিয়ারদের তেমন কোনো নির্দিষ্ট পোশাক ছিল না। আর তাই বহু জায়গাতেই আইন সামলাতে গিয়ে তাঁদের আমজনতার চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। আর তাই, সিভিক ভলান্টিয়ারদের ‘পোশাকেই পরিচয়’ দেওয়ার স্বীকৃতি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, এবার থেকে রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়ারদের জন্য নীল-আকাশি ইউনিফর্ম বরাদ্দ করা হলো, ফলে এবার থেকে পুলিশদের মত তাঁদেরও ইউনিফর্ম দিয়েই চিনতে পারবেন সাধারণ মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!