এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহে আজ বিহারের প্রথম দফার ভোটগ্রহণ, নয়া সমীকরণে চাপে শাসক-বিরোধী সব পক্ষই?

করোনা আবহে আজ বিহারের প্রথম দফার ভোটগ্রহণ, নয়া সমীকরণে চাপে শাসক-বিরোধী সব পক্ষই?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজনৈতিক দলগুলির চাপানউতোরের মধ্যেই আজ বুধবার শুরু হচ্ছে বিধানসভা ভোট। করোনা পরিস্থিতির মধ্যেই বিহারের ভোটের মাধ্যমেই কমিশন যে ভবিষ্যত অভিজ্ঞতা সঞ্চয় করতে চাইছে, সে কথা আলাদা করে বলে দিতে হয় না। এক্ষেত্রে ভোটের কথা বলার আগে বর্তমান বিহারের রাজনৈতিক অবস্থানগুলো জেনে নেওয়া প্রয়োজন।

প্রসঙ্গত উল্লেখ্য, বিহারে মোট ২৪৩টি আসনের ভোট হওয়ার কথা। যার জন্য তিন দফায় ভোট নেওয়ার কথা ভাবা হয়েছে। যার মধ্যে আজ প্রথম পর্যায়ে থাকছে ৭১টি আসনের নির্বাচন। এছাড়া, বিহারে পরের দু’দফার ভোট আগামী ৩ এবং ৭ নভেম্বর হওয়ার কথা। তবে আজকের ভোটে লড়াইয়ে নামছেন মোট ১ হাজার ৬৬ জন প্রার্থী। তাঁদের মধ্যে মহিলার সংখ্যা ১১৪ জন।

শুধু তাই নয়, সেইসঙ্গে ছ’জন মন্ত্রীরও ভাগ্য পরীক্ষা আজই। একদিকে যেখানে বিজেপির হয়ে নিতিশ কুমার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, সেখানে ভোটের কৌশল সাজাতে ব্যস্ত রয়েছেন অন্যান্য রাজনৈতিক দলগুলি। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মতে বিহারে পরিবর্তন হবেই। আরজেডি কংগ্রেস ও বাম “মহাজোট” সরকার আনবে বলেই দাবি করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ তাঁর মতে বিজেপির কাজ নেই, উন্নয়ন নেই, কেবল অহংকার সর্বস্ব। তাই এই সর্বনাশা বিজেপিকে এবার বদল করতে হবে বলেই মনে করেছেন তিনি। অন্যদিকে তেজস্বী যাদব তুলে ধরেছেন কর্মসংস্থানের কথা, বলেছেন বিহারে পরিযায়ী শ্রমিক দুর্দশার কাহিনী। সেই সঙ্গে তাঁর সঙ্গে যোগ দিয়েছেন রাহুল গান্ধীও।

অন্যদিকে লালু প্রসাদ যাদব জেলে থাকায়, তাঁর পুত্রই তাঁর হয়ে লড়েছেন। বাবার আদর্শকে সামনে রেখে তেজস্বী যাদব ভোটের প্রচার চালিয়ে গেছেন এতদিন। অন্যদিকে রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পর তাঁর ছেলে কোন অংশে কম নয়। তিনিও নিতেশ কুমারকে ক্ষমতায় এসে জেলে পাঠাবেন বলে “সাত নিশ্চয়” নামে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছেন বলে জানা গেছে। তবে বিহারের দলিতদের ভোট কতটা যায় তাঁর পকেটে সেই নিয়ে এখনো মতবিরোধ রয়েছে সমালোচকদের মধ্যে।

কারণ নির্বাচনীমঞ্চে জনশক্তি পার্টির অবস্থান খুব একটা স্পষ্ট নয়। অন্যদিকে দিনের পর দিন তেজস্বী চিরাগের নিতিশ বিরোধী লড়াই বিহারের ভোটের উত্তেজনা বাড়াচ্ছে বলেই মনে করছেন অনেকে। তাই বিহারের ভোট এবার অন্য খাতে বইছে সে কথা আলাদা করে বলে দিতে হয় না। তবে করোনা পরিস্থিতিতে ভোটের প্রচার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চাপান-উতোর চললেও আজ সেখানে নতুন কি রং দেখা যায়, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!