এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিপ্লবের কথাতেই কি চলবে জেলা? নয়া সভাপতির মন্তব্যে জল্পনা!

বিপ্লবের কথাতেই কি চলবে জেলা? নয়া সভাপতির মন্তব্যে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের অন্দরমহলে দাপুটে নেতা হিসেবে বারবার ঘুরে ফিরে এসেছে বিপ্লব মিত্রের নাম। দলের প্রথম দিন থেকে তিনি জেলার সভাপতি থাকলেও, বহুবার দায়িত্ব অদল বদল হয়েছে‌। কিন্তু তারপর সংগঠনকে চাঙ্গা করতে আবার সেই দায়িত্ব ফিরে এসেছে বিপ্লব মিত্রের কাঁধে। তিনি ছাড়া যে দক্ষিণ দিনাজপুর জেলার মাটি অন্য কেউ চেনেন না, তা উপলব্ধি করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তবে “এক ব্যক্তি এক পদ” নীতি লাগু হওয়ার পরেই রাজ্যের মন্ত্রীর দায়িত্ব পাওয়া সেই বিপ্লব মিত্রকে দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের চেয়ারম্যান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সভাপতি পদেও পরিবর্তন আনা হয়েছে। যেখানে গৌতম দাসকে সরিয়ে জেলার সভাপতি করা হয়েছে দীর্ঘদিন শিক্ষক সংগঠনের দায়িত্ব সামাল দিয়ে আসা উজ্জ্বল বসাককে।

আর তারপরই জেলার অন্দরে গুঞ্জন ছড়িয়েছে, তৃণমূলের অন্দরে দক্ষিণ দিনাজপুর জেলায় বহু গোষ্ঠী রয়েছে। সেদিক থেকে উজ্বল বসাক কোন নেতার অনুগামী? তাকে সভাপতি করানোর পেছনে কোন নেতা সুপারিশ করেছেন! তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হতে শুরু করে। তবে সভাপতি হওয়ার পরেই সকলকে নিয়ে চলার বার্তা দেওয়ার পাশাপাশি বিপ্লব মিত্রকে নিজের নেতা বলে অভিহিত করলেন দক্ষিণ দিনাজপুর জেলার নবনিযুক্ত সভাপতি উজ্জল বসাক। যার ফলে একাংশ মনে করছেন, জেনার সংগঠনের দায়িত্ব থেকে বিপ্লব মিত্রকে সরিয়ে দেওয়া হলেও উজ্জল বসাক যেভাবে তাকে নিজের নেতা বলে অভিহিত করলেন, তাতে আগামী দিনে বিপ্লব মিত্রের দেখানো পথেই চলতে পারেন উজ্জ্বলবাবু।

বলা বাহুল্য, মাঝে বিপ্লব মিত্র বিজেপিতে চলে গেলেও, তারপর আবার তিনি দেড় বছরের মাথায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। আর তারপর তাকে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়। জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয় বিপ্লব মিত্রকে। পরবর্তীতে 2021 সালের বিধানসভা নির্বাচনে তাকে হরিরামপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়। আর সেখানে তিনি জয়লাভ করার পরেই রাজ্য মন্ত্রিসভার সদস্য করা হয় বিপ্লববাবুকে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে তৃণমূল যখন সংগঠনে বদল আনতে শুরু করেছে, তখন এক ব্যক্তি এক পদ নীতি অনুযায়ী বিপ্লববাবুকে জেলার চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে মনে করতে শুরু করেছিলেন একাংশ।

আর সেই পরিস্থিতিতে সেই বিপ্লব মিত্রকে জেলা তৃণমূলের চেয়ারম্যান থেকে সরিয়ে দেওয়া হলেও, উজ্জ্বল বসাকের একটি মন্তব্য নিয়ে এখন রীতিমত চর্চা শুরু হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ দিনাজপুর নবনিযুক্ত সভাপতি তৃনমূল উজ্জ্বল বসাক সকলকে নিয়ে চলার বার্তা দিয়েছেন। তার পাশাপাশি বিপ্লব মিত্র ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে তার গলায়। তিনি বলেন, “আমি চিৎকার করে বলতে পারি, আমার নেতা বিপ্লব মিত্র‌। একথা অস্বীকার করার কোনো জায়গা নেই, জেলায় তৃণমূলের ভিতটা তিনি গঠন করেছেন।” একাংশ বলছেন, উজ্জ্বলবাবুর এই কথার মধ্যেই স্পষ্ট হয়ে গেল, তিনি বিপ্লববাবুর অনুগামী বলে পরিচিত। তাই দায়িত্ব পাওয়ার সাথে সাথেই বিপ্লব মিত্রকে নিজের নেতা বলে সমস্ত বিষয় খোলসা করে দিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, দক্ষিণ দিনাজপুর জেলায় বর্তমানে যারা রাজনীতি করছেন এবং গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তাদের সিংহভাগ ব্যক্তিকেই দলে জায়গা করে দিয়েছেন এই বিপ্লব মিত্র। দলের প্রথম দিনকার সৈনিক হিসেবেই পরিচিত তিনি। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাঁধে দায়িত্ব দিয়েছেন। এমনকি তিনিও দায়িত্বের সহকারে জেলার সংগঠন চাঙ্গা করেছেন। কিন্তু একেবারে শিক্ষক সংগঠন থেকে উঠে আসা উজ্জ্বল বসাক সভাপতি হওয়ায় যাওয়ার পরে তার নাম কে রাজ্য নেতৃত্বের কাছে সুপারিশ করেছেন, তা নিয়ে জেলাজুড়ে চর্চা শুরু হয়। তবে সেই উজ্জ্বলবাবু সভাপতি হতে না হতেই বিপ্লব মিত্রকে নিজের নেতা বলার পরেই তিনি বিপ্লব মিত্রের অনুগামী বলেই দাবি করছেন একাংশ।

তবে অনেকে আবার বলছেন, উজ্জ্বলবাবু সকলকে নিয়ে পথ চলতে চাইছেন। সেই কারণেই দলের প্রথম দিনকার সৈনিক হিসেবে পরিচিত বিপ্লব মিত্রকে নিজের নেতা বলে অভিহিত করেছেন তিনি। কেননা যখন তৃণমূল কংগ্রেস করার মত কেউ ছিল না, তখন বিপ্লব মিত্র একা দক্ষিণ দিনাজপুর জেলায় সংগঠনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আর সেই সময় যারা তৃণমূল কংগ্রেস করতেন, তাদের মধ্যে অন্যতম উজ্জ্বল বসাক। তাই সেই সময়কার কথা তুলে ধরে এই বিপ্লব মিত্রের অবদান উল্লেখ করেছেন তিনি। তাই এর সঙ্গে কে কার লোক, এই তুলনা করা বৃথা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!