এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বীরবাহাকে “আদিবাসী কন্যা” বলতেই মমতার বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ! শোরগোল রাজ্যে!

বীরবাহাকে “আদিবাসী কন্যা” বলতেই মমতার বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ! শোরগোল রাজ্যে!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি জঙ্গলমহলে কুড়মিদের আন্দোলনের মুখে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার কনভয়ে হামলা হয়েছে বলে অভিযোগ। তবে এই ঘটনার পর থেকেই কুড়মিরা এই কাজের সঙ্গে জড়িত নয়। এর পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে বলে দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বীরবাহা হাঁসদা একজন আদিবাসী কন্যা, তার ওপর এইভাবে হামলা চালানোর ঘটনায় চরম নিন্দা করে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে এবার বীরবাহা হাসদাকে মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী কন্যা বলে অভিহিত করার পর সেই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, এদিন এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, “এখন উনি বলছেন, বীরবাহা হাঁসদা আদিবাসী কন্যা। যখন রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছিলেন দ্রৌপদী মুর্মু, তখন তিনি আদিবাসী কন্যা ছিলেন না! কেন তখন তাকে সমর্থন করেননি!”

পর্যবেক্ষকদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে আদিবাসী সিমপ্যাথি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চাপের মুখে ফেলে দিলেন দিলীপ ঘোষ। তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, আদিবাসীদের সঙ্গে নেই এই তৃণমূল সরকার। শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য জঙ্গলমহলের ঘটনা নিয়ে বীরবাহা হাঁসদাকে শিখন্ডী করে আদিবাসী সমাজের মন পেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যেভাবে সেই ইস্যুতে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ, তাতে কিছুটা হলেও অস্বস্তিতে তৃণমূল বলেই মনে করছেন একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!