এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিড়াম্বনা বাড়ল শিল্পমন্ত্রীর ! নিয়োগ দূর্নীতি মামলায় ইডি হেফাজতের নির্দেশ আদালতের , জেনে নিন !

বিড়াম্বনা বাড়ল শিল্পমন্ত্রীর ! নিয়োগ দূর্নীতি মামলায় ইডি হেফাজতের নির্দেশ আদালতের , জেনে নিন !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ শনিবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ইডি, কাজেই আজই ব্যাংকশাল আদালতে নিয়ে যাওয়া হয়েছিল রাজ্যের শিল্পমন্ত্রী পার্থচট্টোপাধ্যায়কে। আর এবার এই মামলায় সওয়াল-জবাবের পর পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের ইডি হেফাজতেের নির্দেশ দিল ব্যাংকশাল স্পেশাল আদালত ।

আদালত সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে আগামী সোমবার এই মামলার শুনানি হবে এমপি এমএলএ আদালতে । তবে এদিনের এই অভিযোগে প্রসঙ্গে শিল্পমন্ত্রী পার্থচট্টোপাধ্যায়ের আইনজীবী জানান “ইডি রিমান্ডে নিতে চেয়েছিল।কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা কোনও তথ্য প্রমাণ দেখাতে পারেনি। ফলে কোর্ট ২ দিনের ইডি হেফাজত দিয়েছে। ওনার শীরিক অবস্থা খারাপ। ক্রমশ ভেঙে পড়ছেন। সেই বিষয়টিও বিবেচনার জন্য বলা হয়েছিল।’ সব মিলিয়ে এখন দেখার বিষয় এমত পরিস্থিতিতে ইডি’র হেফাজতে থাকাকালীন আরো কোনো তথ্য প্রকাশে আসে কিনা সে দিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!