এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় রাজ্যপালের ভূমিকা নিয়ে মুখ খুললেন অমিত শাহ, কি বললেন তিনি জেনে নিন!

বাংলায় রাজ্যপালের ভূমিকা নিয়ে মুখ খুললেন অমিত শাহ, কি বললেন তিনি জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের রাজ্যপালের সঙ্গে রাজ্যের শাসক দল তথা তৃণমূলের সম্পর্ক যে খুব একটা ভালো নয়, সে কথা জানা গিয়েছিল আগেই। কিছুদিন আগে রাজ্যে রিপোর্ট দিতে কেন্দ্রে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় সেখান থেকেই আক্রমণ এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের শাসকদল রাজ্যের প্রশাসনকে নিজেদের হাতে তুলে রেখেছে সেই অভিযোগে জানিয়েছিলেন তিনি।

সেইসঙ্গে নাম না করে পশ্চিমবঙ্গের প্রশাসনের কর্মকর্তাদের কটাক্ষ করতেও দেখা গিয়েছিল তাঁকে। আর তার পরেই তিনি যে বিজেপির ঘনিষ্ঠ সেই নিয়ে প্রতিবাদ করতে দেখা যায় বিভিন্ন শাসক দলের নেতা মন্ত্রীদের। এমন পরিস্থিতিতে রাজ্যসভার কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি কিছুদিন আগেই অমিত শাহের কাছে আর্জি জানিয়েছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ও পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সংযত থাকার বার্তা দেন যাতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সেক্ষেত্রে তার উল্টোটাই হতে দেখা গেছে। বস্তুত রাজ্যপালের সমর্থনেই মুখ খুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকরকে নিয়ে এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও কটাক্ষ করেছেন বিজেপিকে। তাঁর কথায়, রাজ্যপালকে বিজেপির মুখ্যমন্ত্রী পদের ক্ষেত্রে ভালো মুখ বলে কটাক্ষ করতে দেখা গেছে তাঁকে।

সেইসঙ্গে তিনি আরো বলেন যে, বস্তুত বিজেপির বিজ্ঞাপন করতেই তিনি পাহাড়ে রয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লি থেকে ফিরে আপাতত দার্জিলিংএ রয়েছেন রাজ্যপাল। আর এরই মধ্যে বঙ্গ সফরে এসে অমিত শাহকে বাংলার শাসক দলের বিরুদ্ধে একাধিক কটাক্ষবাণ ছুড়তে দেখা গেছে। সেখানে রাজ্যপাল সত্যি নিজের সাংবিধানিক অধিকারের সীমা লংঘন করেছেন কিনা এই প্রশ্নে তিনি স্পষ্ট উত্তর জানিয়ে দেন।

তাঁর কথায়, রাজ্যপাল যা করছেন, সংবিধান মেনেই কাজ করছেন। আর এরপরই শাসকদলের উদ্দেশ্যে তিনি পালটা প্রশ্ন তুলেছেন যে, “দার্জিলিংয়ে উনি গেলেন, ডিএম ওনার সঙ্গে দেখা করলেন। আর তার পরেরদিনই ওই ডিএমকে বদলি করে দেওয়া হল।” আর তাই এর কারণ কী, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই জানতে চেয়েছেন তিনি। যদিও এখনো পর্যন্ত এর প্রতিক্রিয়া জানা যায়নি, তবে শেষ পর্যন্ত শাসকদল এর প্রতিক্রিয়া কিভাবে দেয় সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!