এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জলের দাবিতে স্থানীয়দের বিক্ষোভে উত্তাল দুর্গাপুর, উতপ্ত এলাকা, ঘটনাস্থলে পুলিশ!

জলের দাবিতে স্থানীয়দের বিক্ষোভে উত্তাল দুর্গাপুর, উতপ্ত এলাকা, ঘটনাস্থলে পুলিশ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জলের দাবিতে স্থানীয় মানুষেরে বিক্ষোভ দেখালেন ও পথ অবরোধ করলেন দুর্গাপুরে। দুর্গাপুরের বিধাননগর এলাকায় এখনো চলছে স্থানীয় বাসিন্দাদের এই অবরোধ। মূলত দুর্গাপুর ব্যারেজের লকগেট ভেঙে দেওয়ার পর থেকেই নানা সমস্যার সূত্রপাত। জলের সংকট দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিতে হয় দুররাগপুর প্রোজেক্ট লিমিটেডকে। এরপর তাপবিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলে, বিদ্যুৎ শূন্য হয়ে পড়ে এক বিরাট অঞ্চল। শেষপর্যন্ত, এই অঞ্চলে দেখা যায় পানীয় জলের তীব্র সমস্যা।

পানীয় জলের সমস্যায় নাজেহাল হয়ে পড়েন এলাকাবাসী। গত কয়েকদিন ধরে চলতে থাকে এমন পানীয় জলের সমস্যা। শেষ পর্যন্ত সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, বিক্ষোভ ও অবরোধে শামিল হলেন সাধারণ মানুষ। জলের দাবিতে পথ অবরোধ ও স্থানীয়দের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল দুর্গাপুরের বিধান নগর এলাকা। স্থানীয় বাসিন্দাদের অবরোধ ও বিক্ষোভ এর সময় বিজেপি নেতার সঙ্গে সংঘর্ষ বাধে তৃণমূল কাউন্সিলরের। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে উপস্থিত হলো বিরাট পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রের খবর, আজ সকালে দুর্গাপুরের বিধান নগর এলাকায় ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ানের সামনে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিধান নগর হাউসিং কলোনির বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর দীপিনে মাজি। উত্তেজিত জনতাকে তিনি বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। তবে, ক্ষুব্ধ জনগণকে বোঝাতে গেলে তাদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। ক্ষুব্ধ জনতা ঘিরে ফেলে কাউন্সিলরকে। জনগণের অবরোধ ও বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই ঘটনার খবর পেয়ে দুর্গাপুর নগর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপঙ্কর লাহা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় স্থানীয় মানুষদের সমর্থনে বিক্ষোভে যোগদান করেন বিজেপি নেতা দেবাশিস রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি নেতা দেবাশিস রায় এর প্রতি বেশ কিছু প্রশ্ন ও রূঢ় বক্তব্য রাখেন কাউন্সিলর দীপঙ্কর লাহা।বিজেপি নেতা দেবাশিস রায়কে কাউন্সিল দীপঙ্কর লাহা প্রশ্ন করেন যে, তিনি কে? এরপরে তার প্রশ্ন, বিধান নগরের বাসিন্দা না হয়েও কেন তিনি এই বিক্ষোভে যোগদান করেছেন? এরপর বিজেপি নেতার উদ্দেশ্যে কাউন্সিলের দীপঙ্কর লাহা রূঢ় ভাবে জানান যে, রাজনীতি না করে তিনি যেন এখান থেকে চলে যান। কাউন্সিলরের এই বক্তব্যের পর তাঁর সঙ্গে বিজেপি নেতা দেবাশিস রায়ের প্রবল ধস্তাধস্তি শুরু হয়। শেষপর্যন্ত, পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় মোতায়েন করা বিরাট পুলিশ বাহিনী এলাকার পরিস্থিতি ঠান্ডা করে।

তবে, এখনো বিধান নগরে অবরোধ চলছে। বাসিন্দারা দাবি জানিয়েছেন যে, যতক্ষণ না তাদের পানীয় জলের সমস্যার সমাধান হবে, ততক্ষণ তাঁরা বিক্ষোভ, অবরোধ চালাবেন। দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ এই রাস্তা আটকে রাখায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকাজুড়ে। ক্ষুব্দ জনতাকে শান্ত করতে, তাদের সঙ্গে আলোচনা করতে, তাদের বোঝাতে শুরু করে পুলিশ।আবার, এর সঙ্গে সঙ্গেই যাতে দ্রুত পানীয় জলের সমস্যার দ্রুত সমাধান হয় সেদিকে দৃষ্টি রাখা হচ্ছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় রয়েছে বিরাট পুলিশ বাহিনী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!