এখন পড়ছেন
হোম > জাতীয় > অসুস্থ অমিত শাহ – পিছল বাংলায় জনসভা, তবুও বড়সড় অস্বস্তিতে গেরুয়া শিবির – জানুন বিস্তারিত

অসুস্থ অমিত শাহ – পিছল বাংলায় জনসভা, তবুও বড়সড় অস্বস্তিতে গেরুয়া শিবির – জানুন বিস্তারিত


গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন জাতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে চলতি সপ্তাহেই দিল্লির এইমসে ভর্তি হন তিনি। ট্যুইট করে নিজের অসুস্থতার কথা জানিয়েও দেন বিজেপির হাইকমান্ডার। এতে প্রথমে গুরুতর অস্বস্তিতে পড়ে গিয়েছিল দিলীপ ঘোষের শিবির।

কারণ চলতি মাসেই বাংলায় পাঁচটি সভা করার কথা রয়েছে সর্ব ভারতীয় বিজেপি নেতৃত্বের। সেই সভা আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে রাজ্যবিজেপির সেই সংশয়ে ইতি টেনে দিল্লি থেকে জানানো হয়েছে সভা বাতিল করছেন না শাহ। পূর্ব ঘোষণা মতো এ রাজ্যে পাঁচটি জনসভাই করবেন অমিত শাহ। অপরিবর্তিত থাকছে সভার স্থান। তবে সভার দিনক্ষণে বদল আনা হয়েছে। ২০,২১,২২ তারিখের পরিবর্তে ২২,২৩ এবং ২৪ জানুয়ারি সভা করবেন জাতীয় বিজেপি সুপ্রিমো।

বিজেপি সূত্রের খবর,আগামী ২২ জানুয়ারিই বঙ্গসফরে আসবেন অমিত শাহ। ওদিনই প্রথম সভাটি করবেন মালদহে। তারপর ২৩ জানুয়ারি বীরভূমের সিউড়ি এবং ঝাড়গ্রামে সভা করবেন। এরপর ২৪ তারিখ কৃষ্ণনগর এবং দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে জনসভার মাধ্যমে কর্মসূচির ইতি টানবেন। প্রসঙ্গত, হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা খেল বিজেপির রথযাত্রা কর্মসূচি। গত মঙ্গলবারই বিজেপির এই কর্মসূচি খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

শীর্ষ আদালতের নির্দেশ মেনে ফের রাজ্যসরকারের কাছে রথযাত্রার জন্যে অনুমতি চেয়েছেন মুরলিধর লেনের কর্তারা। তাই আপাতত সেই কর্মসূচি বাতিল বলেই ঘোষণা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে৷ তাই এর বিকল্প হিসাবে তৃণমূলের ব্রিগেড সমাবেশের পরই বঙ্গ বিজেপি সংগঠনকে ফের চাঙ্গা করে তুলতে পাঁচটি জনসভার সিদ্ধান্ত নেন অমিত শাহ। তবে তাঁর অসুস্থতার কারণে বিজেপির এই কর্মসূচি নিয়েও অনিশ্চয়তা তৈরিও হয়েছিল। তবে সেই অনিশ্চয়তার ইতি টেনে শেষ পর্যন্ত জনসভা করবেন বলেই জানিয়ে দিয়েছেন অমিত শাহ।

রাজ্যবিজেপি শিবিরে এর জেরে স্বস্তি ফিরলেও উদ্বেগ কমেনি এখনো। বিজেপির সভাস্থল বিতর্কের পর নতুন হেলিপ্যাড বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠল। জনসভার স্থান হিসাবে প্রথমে মালদহকেই বেছেছেন শাহ। কিন্তু জাতীয় বিজেপি সভাপতির হেলিকপ্টার নামার জন্যে মালদা বিমানবন্দরে হ্যালিপ্যাড তৈরির অনুমতিই দিল না মালদা জেলা প্রশাসন। বিমানবন্দরের সংস্কার কাজ চলছে,এই অজুহাত দেখিয়ে বিজেপির হ্যালিপ্যাড তৈরির আবেদন খারিজ করে দিল প্রশাসন।

পাল্টা চিঠি দিয়ে পুরো বিষয়রি জানানো হয়েছে মালদা জেলা বিজেপি নেতৃত্বকে। তাতে বলা হয়েছে,বর্তমানে মালদা জেলার বিমানবন্দরটি ‘আন সেভ ফর প্যাসেঞ্জার’। তবে জেলা প্রশাসনের অজুহাতে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলেই দাবী করেছেন উত্তরবঙ্গের বিজেপি আহ্বায়ক রথীন্দ্রনাথ বোস। সপ্তাহে দুদিন মালদা বিমানবন্দরে রাজ্য পরিবহন দপ্তরের যাত্রী পরিষেবায় হেলিকপ্টার ওঠা-নামা করে। তবুও প্রশাসন কেন ওই বিমানবন্দরকে বিপজ্জনক বলে দাবী করছে,তা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তোলেন তিনি। শুধু তাই নয়,চিঠিতে বিকল্প হ্যালিপ্যাড ব্যবস্থাও প্রশাসন চিহ্নিত করেনি বলে অভিযোগ তোলেন তিনি।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আসলে ইচ্ছে করে বিজেপির কর্মসূচি বানচাল করার জন্যে প্রশাসন এধরণের অসহযোগী আচরণ করছে বলেই মালদা বিমানবন্দরে হেলিপ্যাড তৈরি করতে দেওয়া হয়নি বলেই সরব হন তিনি। জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছেন,অমিত শাহের সভার আয়োজন করার জন্যে তাঁরা সম্পূর্ণ রূপে প্রস্তুত। কোনোভাবেই তৃণমূলকে এ সভা বানচাল করতে দেবে না। হ্যালিপ্যাড তৈরি জন্য বিকল্প জমির খোঁজ করছেন তাঁরা। তারপর পুনরায় আবেদন করা হবে।

অন্যদিকে,মালদহে অমিত শাহের সভাস্থলকে ঘিরে জমিবিতর্ক শুরু হয়েছে। তাতেও বিড়ম্বনায় রয়েছে বিজেপি। মালদা থানার সাহাপুর গ্রামপঞ্চায়েত এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর বাইপাসের ধারের জমিকে জনসভার জন্য চিহ্নিত করা হয়েছিল। সেই জমিতে আদৌ সভা করা যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

তবে শত প্রতিবন্ধকতা তৈরি করলেও বাংলায় বিজেপির কর্মসূচি আর আটকাতে পারবে না তৃণমূল। বাংলার বুকে জোড়াফুল উপড়ে পদ্ম তাঁরা ফোটাবেই,এমনটাই গর্জে উঠে জানিয়ে দিলেন জেলা বিজেপি নেতৃত্ব। আপাতত অমিত শাহের সভার প্রস্তুতি নিয়ে চূড়ান্ত কর্মব্যস্ততা রয়েছে মালদা জেলা বিজেপি শিবিরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!