এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সংসদে রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা নিয়ে বিজেপির ঘুম ওড়াতে বিশেষ পরিকল্পনা তৃণমূলের

সংসদে রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা নিয়ে বিজেপির ঘুম ওড়াতে বিশেষ পরিকল্পনা তৃণমূলের


গতকাল কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হানা দেওয়ার ঘটনা নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। কেন এইভাবে একজন পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই কর্তারা গেলেন তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষার্থে গতকাল রাত থেকেই কলকাতার মেট্রো চ্যানেলে ধারণায় বসেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে দেশে বিজেপি বিরোধী অন্যতম মুখ বলে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার মাটিতে ধরনায় বসার সাথে সাথেই তাঁকে ফোন করে তাঁর পাশে থাকার আশ্বাস দেন দেশের সমস্ত বিরোধী দলের নেতারা। অরবিন্দ কেজরিওয়াল থেকে তেজস্বী যাদব এবং কংগ্রেস – প্রায় প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ের পাশে রয়েছেন বলে জানিয়ে দেন।

আর লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার মাটিতে এই ঝরনা বিজেপি বিরোধী জোটের পথকে যে আরও মসৃণ করবে তা আঁচ করেই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা নিয়ে আজ থেকেই সংসদে কেন্দ্রের বিরুদ্ধে জোর আওয়াজ তুলতে তৎপর হচ্ছেন তৃণমূল সাংসদরা। সোমবার যাতে সংসদে সমস্ত দলীয় সাংসদ উপস্থিত থাকেন সেই ব্যাপারে দলের সমস্ত সাংসদদের নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে সোম, মঙ্গলবার দু’দিন সংসদে নিজেদের সমস্ত দলীয় সাংসদকে সংসদে হাজী থাকবার জন্য হুইপ জারি করেছেন কংগ্রেসের লোকসভার মুখ্যসচিব জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। জানা গেছে, আগামী বুধ, বৃহস্পতি এবং শুক্রবার কেন্দ্রীয় বাজেট নিয়ে সংসদে জোর চর্চা চলবে। আর এই কেন্দ্রের বাজেটেই মোদি সরকারকে চেপে ধরতে পারেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী।

তবে বাজেট অপেক্ষা কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে হানা নিয়ে যে সংসদে কেন্দ্রের বিরুদ্ধে সরব হবে দেশের সমস্ত বিজেপি বিরোধী দলগুলো তা নিঃসন্দেহে বলাই যায়। আর সংসদে যে তৃণমূল এই ব্যাপারে কেন্দ্রের বিরুদ্ধে জোর আওয়াজ তুলবে এদিন সেই সুর শোনা কাছে তৃণমূলের মুখপাত্র ডেরেক ও ব্রায়েনের গলায়।

এদিন এই প্রসঙ্গে ডেরেক ও ব্রায়েন বলেন, “নির্লজ্জভাবে সিবিআইকে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে নরেন্দ্র মোদী। আরবিআই থেকে সিবিআই প্রধানমন্ত্রী প্রতিটি সংস্থাকে তছনছ করে দিয়েছেন। গোটা দেশের সচেতন মানুষ মোদির প্রতি ক্ষুদ্ধ। তাই মোদিকে যেতেই হবে। মোদি হটাও, দেশ বাঁচাও।” সব মিলিয়ে আজ থেকে সংসদে বিরোধীদের সমবেত আওয়াজে কেন্দ্র কি করে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!