এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপির পথেই সরকারি কর্মচারীদের ভোটের সময় সুরক্ষায় সরব হল বামফ্রন্ট

বিজেপির পথেই সরকারি কর্মচারীদের ভোটের সময় সুরক্ষায় সরব হল বামফ্রন্ট

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বুকে ঘটে চলা হিংসা ও সন্ত্রাসের ঘটনায় ভীত-শঙ্কিত রাজ্যের সরকারী কর্মচারীরা। আর ঠিক এই কারণেই নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মঙ্গলবার কোচবিহারের জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক কৌশিক সাহাকে একটি স্মারকলিপি জমা দিল বামপন্থী শ্রমিক, কর্মচারী ও শিক্ষক-সহ ১২ জুলাই কমিটি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে দাবি করা কয়েছে,  সরকারি ছুটির দিনগুলিতে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ ও নির্বাচন ঘোষণা হয়েছে , যা এক কথায় নজিরবিহীন। তাই মে দিবসের মতো ছুটির দিনে পরিবর্তে বিকল্প দিনে এই কাজগুলি ভাবা হোক। এছাড়াও ভোট কেন্দ্রগুলিতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার দাবি করা হয় । তাদের পক্ষ থেকে আরোও বলা হয়েছে দিন দিন পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে, ভোটের সঙ্গে যুক্ত কর্মীদের নিরাপত্তা নিয়েও সংশয় রয়েছে। এমত অবস্থায় ভোট কর্মীদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করার জন্য বুথগুলিতে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা প্রয়োজন। আর সেই কাজে প্রশাসনের তরফে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ জরুরী  ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!