এখন পড়ছেন
হোম > জাতীয় > এক হারেই উধাও দেশপ্রেম? জাতীয়তাবাদ? বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে বিজেপি

এক হারেই উধাও দেশপ্রেম? জাতীয়তাবাদ? বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে বিজেপি


পরাজয়ের গ্লানি সইতে পারলেন না বিজেপি বিধায়করা। একটাই লক্ষ্য কর দ্রুত বিধানসভা কক্ষ ত্যাগ করা যায়। অত্যন্ত চটজলদি নিজের বক্তব্য শেষ করেই কক্ষ ছাড়লেন কর্ণাটক রাজ্যের আড়াই দিনের মুখ্যমন্ত্রী  ইয়েদুরাপ্পা। তাঁকে অনুসরণ করলেন বাকি বিজেপি বিধায়করাও । এমনকি কক্ষ ছাড়লেন প্রোটেম স্পিকারও ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাঁদের মধ্যেই কেউই খেয়াল করলো না সেই মুহূর্তে কক্ষের মধ্যে বাজছে জাতীয় সঙ্গীত। এই ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এই ঘটনায় প্রথম আলোকপাত করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন বিধয়ানসভা অধিবেশনের শেষে সাংবাদিক সম্মেলনে তিনি উপস্থিত সকলকেই তাজ্জব বানিয়ে বললেন, “আপনারা কী দেখেছেন কর্নাটক বিধানসভা শেষ হওয়ার পরই বিজেপি বিধায়ক এবং স্পিকার পর্যন্ত দ্রুত অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন। কিন্তু জাতীয় সঙ্গীতের আগে কী করে তাঁরা বেরিয়ে গেলেন?‌ এটা প্রমাণ করে বিজেপি এবং আরএসএস এরা এমন এক একটি সংস্থা যাঁরা ক্ষমতা থাকলে যে কাউকে অসম্মান করতে পারে।’‌’

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!