এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কি বিজেপির পথে পা বাড়াচ্ছেন তৃনমূলের নব নির্বাচিত এই সাংসদ, দলের নেতার কথায় বাড়ল জল্পনা

এবার কি বিজেপির পথে পা বাড়াচ্ছেন তৃনমূলের নব নির্বাচিত এই সাংসদ, দলের নেতার কথায় বাড়ল জল্পনা

লোকসভা নির্বাচনে তার প্রার্থী হওয়ার পর অনেকেই সমালোচনা করেছিলেন। কিন্তু সমস্ত সমালোচনার ঊর্ধ্বে উঠে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন বিশিষ্ট অভিনেত্রী নুসরাত জাহান

। আর ভোটের ফলাফল ঘোষণার কিছুদিনের মধ্যেই নিখিল জৈনের সাথে বিবাহ সম্পন্ন হয় তৃণমূলের এই সাংসদের। যার পরই শাখা, সিদুর মঙ্গলসূত্র পড়ে হিন্দু রমণীর সাজে সজ্জিত হয়ে সংসদে শপথ বাক্য পাঠ করতে দেখা যায় বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ নুসরাত জাহানকে। যা নিয়ে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে।

ইসলাম ধর্মের পক্ষ থেকেই মৌলবীরা দাবি করেন, নুসরাত জাহান তাদের ধর্মের অপমান করেছেন। একজন মুসলিম মহিলা হয়ে সে কি করে হিন্দু ধর্মের একজনকে বিবাহ করলেন, তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন তারা। তবে এই প্রসঙ্গে অবশ্য ভারতবর্ষ সার্বভৌম রাষ্ট্র। তাই এখানে সকলে তার নিজস্ব মতে চলতে পারে বলে সেই নুসরাত জাহানের পাশে দাঁড়াতে দেখা গেছে কংগ্রেস এবং বিজেপিকে। কিন্তু সেই ভাবে এতদিন তৃণমূলকে তার দলের সাংসদের পাশে দাঁড়াতে না দেখা যাওয়ায় সমালোচনার ঝড় বইছে বিভিন্ন মহলে।

অনেকেই প্রশ্ন করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মুসলিম সমাজের কেউ আক্রান্ত হলে তার পাশে দাঁড়ান, সেখানে তার দলের সাংসদ নুসরাত জাহান হিন্দু ধর্মের এক ব্যক্তিকে বিবাহ করায় মুসলিমদের পক্ষ থেকে তিনি সমালোচনার সম্মুখীন হওয়া সত্ত্বেও কেন দলের সাংসদের পাশে দাঁড়াচ্ছেন না তৃণমূল নেত্রী! তাহলে কি তোষনের রাজনীতিই করে চলেছে রাজ্যের শাসক দল! আর এই প্রশ্নই যখন ঘোরাফেরা করছে সব মহলে, ঠিক তখনই এবার নুসরাত জাহানের বিরুদ্ধে নিজের সুর চওড়া করলেন বসিরহাটের প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বর্তমান তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি।

কলকাতার এক জনপ্রিয় ওয়েব পোর্টালের দাবি অনুযায়ী, এদিন এই প্রসঙ্গে ইদ্রিস আলী বলেন, “আমাদের মূলসূত্র বিজেপি। যেখানে আমাদের কোনো সাংসদ প্রধানমন্ত্রীর ভাষণকে সমর্থন করেন না, বাহবা দেন না, সেখানে নুসরাত জাহান প্রধানমন্ত্রীকে বাহবা দিচ্ছেন। জানি না, তবে অনেকে বলাবলি করছে, উনি নাকি ওনার স্বামীর কথায় বিজেপিতে যোগ দিতে চলেছেন।”

অন্যদিকে নুসরাত জাহান হিন্দু ধর্মের রীতিনীতি মেনে বিবাহ করলে মুসলিম সমাজের কাছ থেকে তিনি ফতোয়া পাওয়ায় এদিন সেই প্রসঙ্গেও মুখ খোলেন ইদ্রিস আলি। তিনি বলেন, “আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। তবে আমার কাছে বহু লোক আপত্তি জানিয়েছেন। নুসরাত নিজে ঠিক করুক সে মুসলিম না জৈন! মুসলিম হলে মুসলিম ধর্ম মেনে চলতে হবে, আর হিন্দু হলে হিন্দু ধর্ম মেনে চলতে হবে। না হলে ঘরকা না ঘাটকা হয়ে যাবে।”

আর বসিরহাটে প্রাক্তন তৃণমূল সাংসদের বর্তমান তৃণমূল সাংসদ সম্পর্কে এহেন মন্তব্য ঘিরেই এবার রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা। অনেকে বলছেন, হিন্দু ধর্মে বিবাহ করার পর বসিরহাটের বর্তমান তৃণমূল সাংসদ নুসরাত জাহানকে নিয়ে কম বিতর্ক হয়নি। এমনকি এই ব্যাপারে মুসলিম সমাজের কাছ থেকে তিনি ফতোয়া পাওয়ার পর সেইভাবে তার পাশে দাঁড়াতে দেখা যায়নি তার দল তৃণমূল কংগ্রেসকেও।

আর এবার সেই তৃণমূল সাংসদ নুসরাত জাহানের ব্যাপারে প্রশ্ন তুলে দিয়ে তাঁর বিজেপি যোগের সম্পর্কে সন্দেহ প্রকাশ করলেন তৃনমূল বিধায়ক ইদ্রিস আলি। যা ঘরে বাইরে রাজ্যের শাসক দলকে অনেকটাই চাপে রাখল বলে মত ওয়াকিবহাল মহলের। সব মিলিয়ে এখন তৃণমূল বিধায়কের কথামতো বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান সত্যিই বিজেপিতে যোগ দেন কিনা, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!