কাটমানি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বড়সড় আন্দোলনে নামছে বিজেপি, জেনে নিন গেম প্ল্যান কলকাতা রাজ্য July 1, 2019 কাটমানি ইস্যু নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। দলের ভরাডুবির পর তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠকে কেউ কাটমানি খেলে তা তাকেই ফেরত দিতে হবে বলে জানিয়ে দেন। আর এরপরই দিকে দিকে তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারন মানুষ। আর এতেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে নতুন অস্ত্র হাতে পেয়ে যায় গেরুয়া শিবির। বর্তমানে কাটমানি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করে ইতিমধ্যেই ময়দানে নেমেছে গেরুয়া শিবির। তবে এবার সেই আন্দোলনকে আরও বিশাল মাত্রায় ছড়িয়ে দিতে কৌশলী পদক্ষেপ নিচ্ছে তারা। বস্তুত, 21 জুলাইকে কেন্দ্র করে যখন তৃণমূলের অন্দরে চরম প্রস্তুতি পর্ব চলছে, ঠিক তখনই 1 জুলাই কাটমানি ইস্যুতে কলকাতার রাজপথে আন্দোলনে নামছে গেরুয়া শিবির। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - জানা গেছে, তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশেই কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করবে বিজেপি। যেখানে তাদের মুখে একটাই স্লোগান থাকবে “কাটমানি ফেরত দাও।” তবে শুধু 1 জুলাই নয়, এই আন্দোলনকে লাগাতারভাবে ছড়িয়ে দিতে উদ্যোগী তারা। জানা গেছে, 2 জুলাই মমতা বন্দোপাধ্যায়ের এলাকা হাজরাতেও সেই একই দাবিতে আন্দোলনে নামছে বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে বিজেপির এই বিক্ষোভ সমাবেশে কি আদৌ অনুমতি দেবে প্রশাসন! এখন তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। বিজেপির একাংশের দাবি, যদি পুলিশ তাদের এই আন্দোলন আটকে দেয়, তাহলে তারা সমস্ত বাধাকে অতিক্রম করে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে রওনা দেবেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপির এই আন্দোলন যদি সত্যিই বাস্তব রূপ নেয়, তাহলে আজ ফের রণক্ষেত্র হয়ে উঠতে পারে কলকাতা। কেননা খোদ রাজ্যের প্রশাসনিক প্রধানের এলাকায় বিজেপির এই বিক্ষোভ শাসকদলকে অনেকটাই চাপে রাখবে বলে দাবি বিশেষজ্ঞদের। আপনার মতামত জানান -