এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি নেতার মৃতদেহ নিয়ে দিনভর উত্তাল রাজ্য, রাজভবনে যাওয়া নিয়ে বচসা পুলিশের সাথে

বিজেপি নেতার মৃতদেহ নিয়ে দিনভর উত্তাল রাজ্য, রাজভবনে যাওয়া নিয়ে বচসা পুলিশের সাথে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ সারাদিন মনীশ শুক্লর মৃতদেহ ঘিরে জমজমাট হয়েছিল বাংলার রাজনীতি। চরম উত্তেজনায় আজ টিভির পর্দায় মুখ রেখেছিলেন আপামর জনতা। বিভিন্ন সময় মনীশ শুক্লকে নিয়ে বিভিন্ন খবর উঠে এসেছে। তবে মনীশ শুক্লর মৃওদেহকে সামনে রেখে বিজেপি নেতা নেত্রীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা এদিন পরিস্থিতি আরও গুরুতর করে তুলেছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত রবিবার ভর সন্ধ্যেবেলা মনীশ শুক্লকে গুলি হত্যা করে দুষ্কৃতীরা।

এই হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে বাংলার রাজনীতি সরগরম হয়ে উঠেছে। এই খুনের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক দ্বন্দ্ব কয়েকগুণ বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে। এদিন মনীশ শুক্লর মৃতদেহ এন আর এস হাসপাতাল থেকে রাজভবনে নিয়ে যাওয়ার দাবি তোলেন বিজেপি নেতা কর্মীরা। প্রাথমিকভাবে বিজেপি নেতা কর্মীরা হাসপাতাল থেকে মনীশ শুক্লর দেহ রাজভবনে নিয়ে যাওয়া শুরু করলেও মাঝ রাস্তায় ব্যারিকেড দিয়ে পথ আটকায় পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ সময় পুলিশ জানিয়ে দেয়, মৃতদেহ রাজভবনে নিয়ে যাওয়া যাবেনা। পুলিশের সাথে এরপর বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। বাস ভাঙচুর করে বিজেপি কর্মীরা। তর্কাতর্কির মাঝেই পথে নেমে আসেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। একসময় ধর্মতলা চত্ত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। কিছু সময় বাকবিতন্ডা চলার পরে অবশ্য পুলিশ নমনীয় হয়। জানানো হয়, প্রশাসনের পক্ষ থেকে মাত্র 4 জন প্রতিনিধি মৃতদেহ নিয়ে রাজভবনে যেতে পারেন। বাকিরা কেউ যাবেনা।

এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। সূত্রের খবর, রাজভবনে সাংসদ অর্জুন সিং এর সঙ্গে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান মনীশ শুক্লর বাবা। রাজ্যপালের সঙ্গে দেখা করে বিজেপির নেতারা রাজ্য প্রশাসনের সম্পর্কে একগুচ্ছ অভিযোগ জানা্বেন বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে দীর্ঘদিন ধরেই রাজ্যপাল প্রশাসনের আইন-শৃঙ্খলা অবনতির দিকে ইঙ্গিত করে বিভিন্ন সময় কটাক্ষ করে এসেছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপি নেতাদের রাজ্যপালের সঙ্গে এই সাক্ষাৎ আগামী দিনে রাজ্যপাল ও রাজ্য প্রশাসনের সংঘাতকে অন্য মাত্রা দেবে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!