এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি প্রতিমন্ত্রী এবার বিরোধীদের নিশানায়, একের পর এক অভিযোগ তাঁর বিরুদ্ধে সামনে আসছে

বিজেপি প্রতিমন্ত্রী এবার বিরোধীদের নিশানায়, একের পর এক অভিযোগ তাঁর বিরুদ্ধে সামনে আসছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক, যিনি বর্তমানে জায়গা পেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে। মন্ত্রিসভার সম্প্রসারণে নিশীথ প্রামাণিক জায়গা পেলেও তাঁকে নিয়ে একাধিক অভিযোগ উঠছে। বিরোধীরা তাঁর বিরুদ্ধে সরব হয়েছে। সম্প্রতি নিশীথ প্রামাণিকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। আর এবার তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে। প্রসঙ্গত, সম্প্রতি অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রিপুন বোরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উল্লেখ করে একটি চিঠি দিয়ে জানিয়েছেন, নীশিথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক। কার্যত রিপন বোরার সেই কথারই পুনরাবৃত্তি হলো রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গলায়।

প্রসঙ্গত এদিন প্রধানমন্ত্রীকে লেখা রিপন বোরার সেই চিঠিটি টুইটারে শেয়ার করে সরব হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। পাশাপাশি তিনি নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে একগুচ্ছ অপরাধমূলক কাজকর্ম নিয়েও প্রশ্ন তোলেন। ব্রাত্য বসুও এক্ষেত্রে রিপন বোরার প্রতিটি অভিযোগকে সঠিক বলে দাবি করেছেন। পাশাপাশি তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে যাওয়ার আগে কি কোন কিছু খতিয়ে দেখা হয়নি? কার্যত নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অপরাধমূলক মামলা চলছে বলে জানান ব্রাত্য বসু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রিপুন বোরা যে অভিযোগ তুলেছেন তা কিন্তু যথেষ্ট গুরুতর। কারণ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট তুলে তিনি এই দাবি করেছেন। রিপুন বোরা জানান, নিশীথ প্রামাণিক আসলে বাংলাদেশের পলাশবাড়ীর হরিনাথপুরের বাসিন্দা। তিনি ভারতে এসেছিলেন কম্পিউটার কোর্স করবেন বলে, তারপর এখানে থেকে যান। সময়ের সাথে তিনি প্রথমে তৃণমূলে এবং পরে বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হন। কার্যত এক্ষেত্রে নিজের নাগরিকত্ব হিসেবে নিশীথ প্রামাণিক যে নথি পেশ করেন, তা সর্বৈব ভুয়ো বলে দাবি করেছেন অসমের কংগ্রেস সাংসদ।

খুব স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞরা মনে করছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠছে, তা কিন্তু যথেষ্ট গুরুতর এবং চাঞ্চল্যকর। যদি কোনো একটি অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়, তাহলে কার্যত বিজেপির মুখ পুড়বে বলেই মনে করা হচ্ছে। অবশ্য যাবতীয় অভিযোগ করা হলেও নিশীথ প্রামাণিক কিন্তু কোনো প্রতিক্রিয়া জানাননি। আপাতত নিশীথ প্রামাণিক গেরুয়া শিবিরের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ান কিনা, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!