এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপির রাজ্য সভাপতি পদে কে? হেভিওয়েট সাংসদের মন্তব্যে বাড়ছে জল্পনা!

বিজেপির রাজ্য সভাপতি পদে কে? হেভিওয়েট সাংসদের মন্তব্যে বাড়ছে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার কারণে সুকান্ত মজুমদার যে রাজ্য সভাপতি থেকে খুব দ্রুত সরে যাবেন, সেই ব্যাপারে নিশ্চিত সকলে। কিন্তু কবে তিনি সরবেন, আর নতুন রাজ্য সভাপতি হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। আর এসবের মধ্যেই এই বিষয়ে বড় প্রতিক্রিয়া দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই সৌমিত্রবাবুর মন্তব্য নিয়ে অস্বস্তি তৈরি হয়েছিল বিজেপিতে। তবে এদিন তার সঙ্গে বৈঠক করেন অমিতাভ চক্রবর্তী। আর তারপরেই বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। যেখানে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে কাকে যোগ্য মনে হয়, এই প্রশ্ন করা হয় সৌমিত্রবাবুকে। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “যারা বিজেপিতে আছে, তারা সবাই যোগ্য। আমি তিনবারের সাংসদ, কেউ দুবারের সাংসদ, কেউ একবারের সাংসদ। কেন্দ্রীয় নেতৃত্ব যাকে মনে করবে, তাকেই ঠিক করবে।”

অর্থাৎ সৌমিত্রবাবু কিন্তু নিজেও আশা রাখেন, এই বিজেপির রাজ্য সভাপতি হওয়ার ব্যাপারে। অন্তত তার বক্তব্য থেকে এটা কিছুটা হলেও আভাস পাওয়া গেল। কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব কাকে সুকান্ত মজুমদারের পর রাজ্য সভাপতি হিসেবে বাংলার দায়িত্ব দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!