পঞ্চায়েতে শাসকদলকে টেক্কা দিতে বিশেষ পরিকল্পনায় বিজেপির মহিলা মোর্চা বিশেষ খবর রাজ্য December 29, 2017 আদতে লক্ষ্য ২০১৯ এর লোকসভা কিন্তু তার আগে আগামী বছর অনুষ্ঠিত হতে চলা আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ‘ড্রেস-রিহার্সাল’ হিসাবে দেখছে বঙ্গ বিজেপি। আর তাই পঞ্চায়েত নির্বাচনকে ‘পাখির চোখ’ করে শাসক দলকে টেক্কা দিতে এবার মাঠে নামলো বিজেপির মহিলা মোর্চা। কদিন আগেই পুরুলিয়ার ইন্দ্রপ্রস্থ লজে আয়োজিত ভারতীয় জনতা মহিলা মোর্চার বৈঠকে যোগ দিয়ে সংগঠনের রাজ্য নেতৃত্বরা জানান আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের নির্বাচিত জনপ্রতিনিধি করতে তাঁরা মরিয়া। বিজেপি সূত্রে দাবি, বৈঠকে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। আর তা নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিজেপির রাজ্য মহিলা সংগঠনের নেত্রীরা। সংগঠনের রাজ্য সহ সম্পাদিকা শশী অগ্নিহোত্রী এবং রাজ্য সম্পাদিকা পলি ঘোষ জানান যে তাঁরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মহিলা প্রার্থী করার জন্য গুরুত্ব দিয়ে জেলায় জেলায় বৈঠক করছেন এবং ত্রিস্তর পঞ্চায়েতে মহিলা জনপ্রতিনিধি পাঠাতে সাংগঠনিকভাবে জোরও দেওয়া হয়েছে। বর্তমান সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে সম্পাদিকা পলি ঘোষ বলেন যে রাজ্য মহিলা মুখ্যমন্ত্রী থাকতেও শিশু মহিলাদের ধর্ষন ও নির্যাতন দিন দিন বেড়েই চলেছে তাই তাঁরা সন্ত্রাস এবং ধর্ষন মুক্ত বাংলা গড়ার জন্য পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিচ্ছেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্যা অর্চনা দীক্ষিত, জেলা সভানেত্রী কাবেরী চ্যাটার্জ্জী, পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, জেলা মোর্চা পর্যবেক্ষক শ্রীপতি মাহাতো, সাধারন সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো, বিনোদ তেওয়ারি প্রমুখ। আগামী পঞ্চায়েত নির্বাচনে মহিলা মোর্চা কতটা সাড়া ফেলতে পরবে সেই দিকেই তাকিয়ে সংগঠনের বাকি সদস্যারা। আপনার মতামত জানান -