এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম বিধানসভায় শুভেন্দু! জেনে নিন!

বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম বিধানসভায় শুভেন্দু! জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর ধীরে ধীরে মন্ত্রীপদ ত্যাগ করেছিলেন তিনি। তারপর গত সপ্তাহে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে বিধানসভায় পৌঁছতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। যেখানে বিধানসভার অধ্যক্ষ না থাকায় সচিবের কাছে নিজের ইস্তফা পত্র জমা দেন প্রাক্তন এই তৃণমূল নেতা। পরবর্তীতে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান তিনি।

তবে প্রথম থেকেই শুভেন্দু অধিকারীর এই বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার চিঠি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, এই চিঠি যথেষ্ট ত্রুটিপূর্ণ। সেক্ষেত্রে গোটা বিষয়টি পরিষ্কার করবার জন্য 21 ডিসেম্বর সোমবার রাজ্য বিধানসভায় শুভেন্দু অধিকারীকে আসবার নির্দেশ দিয়েছিলেন তিনি।

এমনকি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর পাওয়া গিয়েছিল যে, সোমবার নির্দিষ্ট সময় বিধানসভায় উপস্থিত হবেন শুভেন্দুবাবু। আর সেই মত করেই এবার রাজ্য বিধানসভায় বিজেপিতে নাম লেখানোর পর প্রথম পা রাখতে চলেছে শুভেন্দু অধিকারী। যাকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে।

প্রসঙ্গত উল্লেখ্য, শুধু তৃণমূল কংগ্রেসের বিধায়ক নয়, এতদিন রাজ্যের একাধিক দপ্তরের মন্ত্রী ছিলেন এই শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূল কংগ্রেস ছাড়তে পারেন, এটা স্বপ্নেও কেউ কল্পনা করতে পারেননি। কিন্তু সেটাই বাস্তব হয়েছে। সম্প্রতি অমিত শাহ রাজ্যে আসলে তার হাত ধরে বিজেপিতে নাম লিখিয়েছেন শুভেন্দুবাবু। কিন্তু তার অনেক আগেই তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা পত্র জমা দিয়েছেন।

তবে সেখানে বেশ কিছু ত্রুটি থাকায় তা গৃহীত হয়নি বলে জানিয়ে দিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেই মত গোটা বিষয়টি পরিষ্কার করবার জন্য সোমবার রাজ্য বিধানসভায় শুভেন্দু অধিকারীকে আসবার নির্দেশ দিয়েছিলেন তিনি। আর সেই নির্দেশ পালন করতেই এদিন বিধানসভায় উপস্থিত হচ্ছেন বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, শুভেন্দু অধিকারী বিধায়ক পদ থেকে ইস্তফা চিঠি দিলেও সেখানে তারিখ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এছাড়াও বেশ কিছু সমস্যা এবং প্রশ্ন তৈরি হয়েছে সেই চিঠিকে কেন্দ্র করে। আর তাই সেই সমস্ত বিতর্কের অবসান ঘটাতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তলব করেছেন শুভেন্দু অধিকারীকে।রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এতদিন তৃণমূলের বিধায়ক এবং মন্ত্রী হিসেবে বিধানসভায় উপস্থিত হতেন শুভেন্দু অধিকারী‌।

কিন্তু এবার বিজেপি নেতা হিসেবে বিধানসভায় পা রাখতে দেখা যাবে তাকে। এক্ষেত্রে কেমন হবে শুভেন্দু অধিকারীর এদিনের আচার-আচরণ তা নিয়ে যথেষ্ট সন্দিহান রাজনৈতিক মহল। বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে তিনি তার কি অবস্থান ব্যক্ত করেন, তার ব্যাপারেও যথেষ্ট গুঞ্জন তৈরি হয়েছে। একাংশ বলছেন, বিধানসভার অধ্যক্ষের কাছে গোটা ব্যাপারটি ত্রুটিপূর্ণ হওয়ায় শুভেন্দু অধিকারী গোটা বিষয়টি পরিষ্কার করতে পারেন। কেননা তিনি যদি বিধায়ক থেকে বিজেপিতে যোগদান করেন, তাহলে তৃণমূলের পক্ষ থেকে তাকে আরও বেশি করে কটাক্ষ করা হতে পারে।

এক্ষেত্রে তৃণমূলের টিকিটে জিতে কেন শুভেন্দু অধিকারী এই কাজ করলেন, তা নিয়ে তাকে বিধতে পারে শাসকদল। তাই সেই বিতর্ক থেকে নিজেকে সরিয়ে রাখতেই শুভেন্দুবাবু বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সেই ইস্তফাপত্র নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হওয়ায় আজ বিধানসভায় উপস্থিত হয়ে সেই ব্যাপারে নিজের অবস্থান কিভাবে স্পষ্ট করেন শুভেন্দুবাবু, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!