এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ত্রাণের ত্রিপলেও নেই ছাড়! এবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হল দক্ষিণ ২৪ পরগনা!

ত্রাণের ত্রিপলেও নেই ছাড়! এবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হল দক্ষিণ ২৪ পরগনা!


সম্প্রতি ঘটে যাওয়া সর্বনাশা ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে বাড়ির চাল উড়ে যায় বহু মানুষের। এরইমধ্যে দক্ষিণ ২৪ পরগনা কুলপির রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের তরফে বাড়ির চাল উড়ে যাওয়া মানুষদের উদ্দেশ্যে ত্রাণ হিসাবে ত্রিপল বিলি করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রের খবর শুক্রবার বিকেলে এই ত্রাণের ত্রিপল বিলি নিয়ে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় স্থানীয় বিজেপি ও তৃণমূল সদস্যদের মধ্যে।

অনেকেই এই ত্রিপল না পাওয়ায় এদিন পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে অভিযোগ জানায়। জানা গেছে এদিন অভিযোগ জানানোর পর পঞ্চায়েত প্রধান তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য তাহারুল হক পাইককে এ বিষয়ে ত্রিপল না পাওয়া মানুষগুলোর সাথে কথা বলার জন্য নির্দেশ দেন। অভিযোগ জানানো মানুষগুলোর মধ্যে অনেকেই বিজেপি সমর্থক ছিল বলে জানা গেছে। কার্যত বিষয়টি নিয়ে কিছুক্ষণের মধ্যেই বচসা শুরু হয় দুই দলের মধ্যে এবং ধীরে ধীরে তা ধস্তাধস্তির পর্যায় পরিণত হয়।

এছাড়াও এদিন যাদবননগরের এক পঞ্চায়েত সদস্য শ্যামল পাত্র সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যদের তৃণমূল কর্মী সমর্থকরা প্রচন্ড মারধর করে বলে জানা গেছে এমনকি দোকানে লুটপাট করে বলে খবর। অন্যদিকে রামকৃষ্ণপুর পঞ্চায়েতের নাগনন গ্রামে একই বিষয় নিয়ে উত্তেজনা ছড়ায় বলে খবর। এদিন তৃণমূল পঞ্চায়েত সদস্য তাহারুল হক পাইককে এক বিজেপি সমর্থক ত্রিপল না পাওয়ার অভিযোগে ব্লেড দিয়ে পেটে আঘাত করে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্থানীয় সূত্রের খবর এদিন ত্রিপল না পাওয়ার কারণে বিজেপি কর্মী সমর্থক হাসান পাইক নামক ব্যক্তি তাহারুল হক পাইক এর উদ্দেশ্যে নানারকম কটুক্তি করেন।তাহারুল হক পাইক এই কটুক্তির পাল্টা প্রতিবাদ করলে তার পেটে ব্লেড চালানো হয় বলে অভিযোগ। জানা যাচ্ছে ব্লেড চালানোর পর স্থানীয় বাসিন্দারা বিজেপি কর্মী হাসান পাইককে ধরে পুলিশের হাতে তুলে দেন এবং তাহারুলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্রের খবর এদিন তাহারুল জানিয়েছেন, যে পরিমাণ ত্রিপল ত্রাণের জন্য পাঠানো হয়েছিল তার সবটাই বিলি করে দেওয়া হয়। ফের ত্রিপল এলে তা সময়মতো বিলি করা হবে বলে জানানো হয় পঞ্চায়েতের তরফে। কিন্তু তা সত্বেও বিজেপি সমর্থকরা ক্রমাগতই বচসা করতে থাকে বলে অভিযোগ জানিয়েছেন তাহারুল। অন্যদিকে জানা গেছে কুলপি ব্লকের বিজেপি ইনচার্জ প্রবীর রায় বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করে জানিয়েছেন কেবলমাত্র তৃণমূলের সমর্থকদেরই ত্রিপল বিলি করা হয়েছে। বিজেপি সমর্থক জানতে পারলেই পঞ্চায়েতের তরফের তাদের ত্রিপল দেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়েছেন প্রবীর রায়।

যদিও এলাকার বিজেপি কর্মী সমর্থকরা হাসান পাইকের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছেন এর সাথে দলের কোনরকম যোগাযোগ নেই। হাসান পাইক যা করেছে তা সম্পূর্ণ তার ব্যক্তিগত আক্রোশ থেকে করেছে। তবে সমগ্র বিষয়টি প্রকাশ্যে আসতে বিশেষজ্ঞ মহল দাবি করছেন, সামান্য একটি ত্রিপল বিলি করা নিয়েও রাজ্যের অভ্যন্তরে বিজেপি-তৃণমূল যে দ্বন্দ্ব সামনে এল তা কোনোভাবেই কাম্য নয়। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল স্বয়ং এই সময়ে রাজনীতি করতে ব্যারন করছেন, সেখানে এই ঘটনা কি ঘাসফুল শিবিরের অস্বস্তি বাড়াবে না? উত্তরের খোঁজে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!