এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল ‘বিদায়ে’ বিজেপির ভরসা এখন বিপত্তারিণীও! হেভিওয়েট নেত্রীর পদক্ষেপে জল্পনা

তৃণমূল ‘বিদায়ে’ বিজেপির ভরসা এখন বিপত্তারিণীও! হেভিওয়েট নেত্রীর পদক্ষেপে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ ঘটা করেই রাজ্যের বিভিন্ন জায়গায় পালিত হল মা বিপত্তারিণী পুজো। কথায় আছে, বিপদ থেকে পরিত্রান পেতেই মানুষ এই পুজো করে থাকেন। যেখানে লাল সুতো হাতে বেঁধে দেওয়া হয়। আর তার মাধ্যমেই বিভিন্ন সময় মাকে ডাকলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। বর্তমানে তৃণমূল কংগ্রেসের আমলে বাংলা বিপদে রয়েছে বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি। তাদের টার্গেট, আগামী 2021 এ রাজ্যের সরকার গঠন করে বাংলার মানুষকে সুশাসন ফিরিয়ে দেওয়া।

আর এই পরিস্থিতিতে এবার বিপত্তারিণী পূজার দিন রাজ্যবাসীর স্বার্থে পুজো দিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল। তবে শুধু পুজো দেওয়াই নয়, রাজ্যে বর্তমানে যে করোনা সংকট চলছে, সেই পরিস্থিতিতে চিকিৎসকরা সামনে দাঁড়িয়ে লড়াই করছেন। তাই সেই চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা কামনায় বিপত্তারিণীর লাল সুতোও বেঁধে দিতে দেখা গেল অগ্নিমিত্রা দেবীকে।

আর বিজেপি মহিলা মোর্চা সভানেত্রীর দায়িত্ব পাওয়ার সাথে সাথেই হঠাৎ করে অগ্নিমিত্রা দেবীর এভাবে বিপত্তারিণী পূজায় মনোযোগ রীতিমত গুঞ্জন সৃষ্টি করেছে বঙ্গ রাজনীতিতে। অনেকে বলছেন, এতদিন বিজেপির পক্ষ থেকে হনুমান জয়ন্তী, রামনবমী ইত্যাদি করা হত। কিন্তু এভাবে বিপত্তারিণী মায়ের পূজায় বিভোর হলেন বিজেপি নেত্রী, তাতে রীতিমত গুঞ্জন বাড়ছে। একাংশের মতে, হনুমান জয়ন্তী, রামনবমীর সময় বিজেপির পক্ষ থেকে অস্ত্র নিয়ে মিছিল করার অভিযোগ ওঠে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যাকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল বিজেপিকে অনেকটাই কোণঠাসা করে। তাই সামনে যখন বিধানসভা নির্বাচন, তখন বাংলার মানুষ যে ধরনের শিষ্টাচার পছন্দ করেন, সেই বিপত্তারিণী পুজোর লাল সুতো বেঁধে দিয়ে সকলের মন জয় করার চেষ্টা করলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী বলে মত বিশ্লেষকদের। অনেকে আবার এটাও বলছেন, ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা দেবী রাজনীতিতে কোনদিনই পাকা ছিলেন না।

বিজেপিতে আসার পর তিনি ধীরে ধীরে রাজনীতিতে পরিপক্ক হয়ে উঠেছেন। সম্প্রতি তাকে মহিলা মোর্চার দায়িত্ব দিয়েছে গেরুয়া শিবির। আর দায়িত্ব পাওয়ার পর থেকেই বাংলার নারী সমাজের মন জয় করতে রীতিমত ময়দানে নেমে পড়েছেন অগ্নিমিত্রা পাল। যেমন বিপত্তারিণী পূজার মধ্যে দিয়ে বাংলার সংস্কৃতি এবং বৈদিক নিয়মকানুনকে মান্যতা দিল বিজেপি মহিলা মোর্চা, ঠিক তেমনই অগ্নিমিত্রা পাল এই উদ্যোগের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে, বাংলার বিপদের মূলে রয়েছে তৃণমূল কংগ্রেস।

তাই তাদের সরানোর জন্য বিজেপি ভগবানের দ্বারস্থ হয়েছে। তবে শেষ পর্যন্ত গেরুয়া শিবির বাংলার সংস্কৃতিকে মান্যতা দিয়ে বিপত্তারিণী পুজোয় মশগুল হলেও মা বিপত্তারিনী 2021 এ তাদের প্রতি কতটা প্রসন্ন হন, তার দিকেই নজর থাকবে সকলের। বিশেষ করে করোনা ও আমপান আবহে হতে চলা আগামী বিধানসভা নির্বাচনে মূল লড়াইটা তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যেই হতে চলেছে বলে মনে করছেন সকলে। সেখানে মা বিপত্তারিণী এখন কোন দলকে উদ্ধার করেন সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!