সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক পোস্ট করার অভিযোগে উত্তরবঙ্গে গ্রেপ্তার বিজেপি কর্মী বিশেষ খবর রাজ্য January 14, 2018 কলকাতার এক নামি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী নিজের সোশ্যাল মিডিয়ায় একাধিক সাম্প্রদায়িক পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন উত্তরবঙ্গের এক বিজেপি কর্মী। মেখলিগঞ্জ দক্ষিণ মণ্ডল কমিটির যুব মোর্চা সভাপতি জ্যোতিবিকাশ রায়ের বিরুদ্ধে অভিযোগ তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় একের পর এক ধর্মীয় উস্কানিমূলক পোস্ট করেছেন দিনের পর দিন। এমনকি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও তিনি একাধিক উস্কানিমূলক পোস্ট করেছেন বলে অভিযোগ। এদিকে জ্যোতিবিকাশ রায়ের গ্রেপ্তারের খবর সামনে এলেও পুলিশের তরফে তা অস্বীকার করা হয়েছে, ফলে গুঞ্জন তীব্র হয়েছে রাজনৈতিক মহলে। আপনার মতামত জানান -