এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিজেপিকে নয়, নিজের দলের কর্মীদেরই চরম হুঁশিয়ারি দিয়ে সমালোচনার মুখে তৃণমূলের হেভিওয়েট নেত্রী

বিজেপিকে নয়, নিজের দলের কর্মীদেরই চরম হুঁশিয়ারি দিয়ে সমালোচনার মুখে তৃণমূলের হেভিওয়েট নেত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট আর কয়েকদিন পরেই রাজ্যে শুরু হতে চলেছে পুর নির্বাচন। ইতিমধ্যেই পুর নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে রাজনৈতিক মহলে। ময়দানে নামতে কোমর বাঁধছে তৃণমূল-বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে প্রত্যেকবারের মতো এবারেও বিশেষজ্ঞদের নজর রয়েছে মূলত তৃণমূল এবং বিজেপির ওপর। 2024 এর লোকসভা নির্বাচনের আগে পুর নির্বাচন তৃণমূলের কাছে পাখির চোখ। আর তাই বিজেপিকে চাপে রাখতে যত বেশি সম্ভব আসন জিততে চায় রাজ্যের শাসক দল।

তবে এ কথা অস্বীকার করার উপায় নেই, শাসক দলের অন্দরে এখনো অনেক বিক্ষুব্ধ রয়েছেন। আর সেইসব বিক্ষুব্ধ নেতাদের প্রতি এবার কড়া হুঁশিয়ারি দিলেন বনগাঁর তৃণমূল নেত্রী আলোরানী সরকার। তিনি জানিয়ে দিয়েছেন, পুর নির্বাচনে দলে যারা অস্বচ্ছ তাঁদের টিকিট দেওয়া হবেনা। কার্যত পুর নির্বাচনে দলের গোঁজ প্রার্থীরা যে সমস্যার সৃষ্টি করবেন, তা কিন্তু বিলক্ষণ জানেন বিভিন্ন অঞ্চলের নেতা-নেত্রীরা। আর তাই আগেভাগেই কড়া হুঁশিয়ারি দেওয়া হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বনগাঁর তৃণমূল নেত্রী আলোরানী সরকার জানিয়েছেন, দল যার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করবে, তাঁকেই কর্মী-সমর্থকদের মেনে নিতে হবে। অনুশাসন না মেনে দলের প্রার্থীর বিরুদ্ধে যদি গোঁজ প্রার্থী দেওয়ার কথা চিন্তা করে কেউ, তাহলে তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আলোরানী সরকারের এই মন্তব্যের জেরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কার্যত তাঁর বক্তব্য যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কথা প্রকাশ্যে আনল সে কথা অনস্বীকার্য বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে তৃণমূল নেত্রীর এই মন্তব্যের পরেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে, তৃণমূল ভয় পেয়েছে। কারণ মানুষ এবার বিজেপিকেই পুরসভা ভোটে জয়ী করবে। যদিও বনগাঁ লোকসভার পাশাপাশি বিধানসভাও তৃণমূলের দখলে। অন্যদিকে আলোরানী সরকারের এ ধরনের মন্তব্য তৃণমূলের অন্যান্য কর্মীরা কিভাবে গ্রহণ করবেন তা নিয়ে কিন্তু আলোচনা তুঙ্গে। আপাতত নজর এখন পুর নির্বাচনের দিকে। তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি কি দলের গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করবে? সেটাও দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!