এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির অঙ্গুলিহেলনেই তৃণমূলের জন্ম? গেরুয়া শিবিরে সক্রিয় হওয়ার আগে অস্বস্তি বাড়ালেন শোভন!

বিজেপির অঙ্গুলিহেলনেই তৃণমূলের জন্ম? গেরুয়া শিবিরে সক্রিয় হওয়ার আগে অস্বস্তি বাড়ালেন শোভন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিজেপিতে সক্রিয় হয়ে উঠেই তাঁর পূর্ব দলের বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য রাখলেন শোভন চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় দীর্ঘসময় ধরে বিজেপিতে যোগদান করেও দলে তেমন সক্রিয় ভূমিকা বহুকাল গ্রহণ করেন নি। কিন্তু এবারে তাঁরা সেটাই করলেন। কলকাতার পর্যবেক্ষক ও সহ পর্যবেক্ষকের পদপ্রাপ্তির পর গতকাল রবিবার সন্ধ্যায় প্রথম বিজেপির উচ্চপর্যায়ের সাংগঠনিক বৈঠকে যোগদান করলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এরপর আজ বিজেপির রোডশোয়ে তাঁদের যোগদানের কথা শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে শাসকদল তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন শোভন চট্টোপাধ্যায়।

গতকাল দলের বৈঠকের পর শোভন চট্টোপাধ্যায় জানালেন যে, বিজেপির সিগনালেই তৈরি হয়েছিল তৃণমূল দলটি। তিনি জানালেন তৃণমূল দলটি একটি ছোট চাদরের মতো, যার একদিকে পা ঢাকতে গেলে, অন্যদিকে মাথা বেরিয়ে যায়।তৃণমূল দল সম্পর্কে পুরনো স্মৃতি উত্থাপন করে তিনি জানালেন যে, গত ১৯৯৮ সালের ১ লা জানুয়ারি তৈরি হয়েছিল তৃণমূল দলটি বিজেপিরই সিগনালে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর, মুখ্যমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি জানালেন যে, তৃণমূলের অন্তরে দমবন্ধ হতে শুরু করেছে। শোভন চট্টোপাধ্যায় প্রশ্ন করলেন, যারা সংগ্রাম করে তৃণমূল দলটিকে প্রতিষ্ঠা করেছিলেন, তাঁরা কী বা পেয়েছেন দলের কাছে? মুকুল রায়ের মতো নেতা এই দলে থাকতে পারেনি। কিন্তু এরপরেও তৃণমূল আত্মসমালোচনার কোনো চেষ্টাই করছে না। দলের আত্মসমালোচনার প্রয়োজন আছে বলে জানালেন শোভন চট্টোপাধ্যায়। এর পরই তিনি জানান যে, বিজেপি তাঁদের কাজের যে সুযোগ করে দিচ্ছে, তার জন্য তাঁরা কৃতজ্ঞ।

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় গতকাল তাঁর পূর্বদল সম্পর্কে একাধিক অভিযোগ ও কটাক্ষের পর তার বক্তব্যের জবাব দিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তৃণমূল বিধায়ক তাপস রায় জানালেন যে, এতদিন ধরে ছোট চাদরই গায়ে দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়, এখন বিজেপি তাঁকে যা বলতে বলছে, তিনি সেটাই বলতে বাধ্য হচ্ছেন। প্রসঙ্গত আজ কলকাতায় বিজেপির রোডশোয়ে অংশ নিতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তার পূর্বে শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে তিনি শোরগোল ফেলে দিলেন রাজনীতি মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!