এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির প্রার্থী বিক্ষোভ নিয়ে মমতার জবাবের উত্তর দিলেন শুভেন্দু, সরগরম রাজ্য রাজনীতি!

বিজেপির প্রার্থী বিক্ষোভ নিয়ে মমতার জবাবের উত্তর দিলেন শুভেন্দু, সরগরম রাজ্য রাজনীতি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বর্তমানে প্রার্থী হতে না পেরে যেমন তৃণমূল কংগ্রেস থেকে অনেকে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছেন, ঠিক তেমনই বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর গেরুয়া শিবিরের অন্দরে তৈরি হয়েছে বিক্ষোভ। বিভিন্ন জায়গায় প্রার্থী তালিকা দেখে অনেক বিজেপি নেতা কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। দাবি উঠেছে প্রার্থী বদল করার। আর এই পরিস্থিতিতে তৃণমূল থেকে যারা বিজেপিতে নাম লিখিয়েছেন, তাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রার্থী করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

আর সেই বিষয়টি তুলে ধরে শুক্রবার পূর্ব মেদিনীপুরের সভা থেকে তৃণমূলত্যাগী নেতাদের “গদ্দার” বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপিতে পুরোনো কাউকে প্রার্থী করা হয়নি বলে গেরুয়া শিবিরের বিদ্রোহকে আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপির প্রার্থী বিক্ষোভ নিয়ে মন্তব্য করছেন, ঠিক তখনই তাকে কড়া ভাষায় জবাব দিলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা তথা বর্তমান বিজেপি নেতা তথা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা গদ্দার, তাদেরকে প্রার্থী করা হচ্ছে। বিজেপির পুরনো লোকেরা ঘরে বসে কাঁদছে।” আর এরপরই পাল্টা এই ব্যাপারে তৃণমূল নেত্রীকে জবাব দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “তৃণমূল নেত্রী তো জটু লাহিড়ী, শীতল সর্দারদের চোখ দিয়ে জল ফেলিয়েছেন। ওনাকে এত বিজেপিকে নিয়ে ভাবতে হবে না।উনি বরঞ্চ নিজের চরকায় তেল দিন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থ্যাৎ তৃণমূল নেত্রী বিজেপির প্রার্থী বিক্ষোভ নিয়ে মন্তব্য করে বিজেপির বিড়ম্বনা বাড়িয়ে দেওয়ার সুকৌশলে চেষ্টা করেছিলেন। কিন্তু সেই চেষ্টা করার সাথে সাথেই যে পাবে তার পাল্টা জবাব দিয়ে তৃণমূল নেত্রীকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী, তাতে রীতিমত সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে প্রার্থী না হয়ে একদল থেকে অন্য দলে যেতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রীরা।

কখনও তৃণমূল থেকে বিজেপি, আবার কখনও বা বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যে সমস্ত হেভিওয়েট নেতারা গিয়েছিলেন, তাদেরকে প্রার্থী করে পুরনো বিজেপির লোকের অসম্মান করা হচ্ছে বলে গেরুয়া শিবিরের বিদ্রোহকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যাতে বেশিদূর বিস্তৃতি লাভ করতে না পারে, তার জন্য পাল্টা তাকে আক্রমণ করে তৃণমূলের কথা তুলে ধরে তৃণমূল নেত্রীকে কাঠগড়ায় দাঁড় করালেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিক ভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে এবার রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলাজুড়ে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!