এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির পরবর্তী প্রার্থী তালিকায় কে পাবেন স্থান? কোন তারকার ভাগ্যে শিকে ছিঁড়বে এবার?

বিজেপির পরবর্তী প্রার্থী তালিকায় কে পাবেন স্থান? কোন তারকার ভাগ্যে শিকে ছিঁড়বে এবার?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে শুরু হয়েছে প্রার্থী তালিকা প্রকাশ। রাজ্য প্রথম এবারের নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করে শাসকদল তৃণমূল। প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় তৃণমূল শিবিরের ব্যাপক ভাঙন। অন্যদিকে একই ছবি দেখা যায় গেরুয়া শিবিরের অন্দরেও। সেখানেও প্রার্থী তালিকা প্রকাশের পর বিভিন্ন জায়গায় শুরু হয় গন্ডগোল। এমনকি কলকাতার বুকে বিজেপির নির্বাচনী অফিস হেস্টিংসের সামনে সপ্তাহের শুরু থেকে পরপর দুদিন ব্যাপক দাঙ্গা-হাঙ্গামা হয়েছে।  আর এই সবকিছুই গেরুয়া শিবিরকে ফেলেছে চরম  অস্বস্তির মুখে। এখনো সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ হয়নি বিজেপির।

তার মধ্যেই যেভাবে অশান্তির আগুন জ্বলে উঠেছে গেরুয়া শিবিরে, তাতে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বরা বলে জানা যাচ্ছে। মঙ্গলবার রাতভর নিউটাউনের হোটেলে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ রাজ্য বিজেপির কোর কমিটির নেতারা। তাতেও বিশেষ কোনো রাস্তা বার হয়না। এরপর বুধবার দিনভর দিল্লিতে দফায় দফায় বৈঠক চলে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের। বৃহস্পতিবার রাজ্যে ফিরে আসেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় থেকে রাজ্য বিজেপির নেতারা। আর দিলীপ ঘোষ ফিরে এসে এদিন জানিয়ে দিলেন, বিজেপির বাকি থাকা প্রার্থী তালিকা প্রকাশের ব্যাপক সম্ভাবনা বৃহস্পতিবার।

বিজেপির প্রথম দফা প্রার্থী তালিকা প্রকাশের পর অতটা দলীয় কোন্দল প্রকাশ্যে না এলেও দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের পর রাজ্যজুড়ে ব্যাপক অশান্তি শুরু হয়েছে। বেশকিছু কেন্দ্রের প্রার্থী তালিকা নিয়ে স্থানীয় বিজেপি নেতারা কড়া অবস্থান নিয়েছেন- যার মধ্যে সিঙুর, উত্তরপাড়া, পাঁচলা অন্যতম। সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়টি ভালোভাবে নেয়নি। কারা এই বিক্ষোভের পেছনে তা নিয়ে দলীয় তদন্ত চেয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতারা। দিল্লী থেকে ফিরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। পাশাপাশি যাবতীয় দলীয় সমস্যা মিটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে যেসব জায়গায় প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গিয়েছে, সেখানে প্রার্থী পরিবর্তন করার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। এবারের নির্বাচনে বাকী থাকা প্রার্থী তালিকায় দিলীপ ঘোষ থেকে মুকুল রায় সবাইকেই প্রার্থী করা হতে পারে বলে শোনা যাচ্ছে। বীরভূমের কোন আসন থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করার জোর গুঞ্জন রাজনৈতিক মহলে। তবে এ ব্যাপারে দিলীপ ঘোষ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তিনি এবার প্রার্থী হবেন না।

তবে মুকুল রায়ের ব্যাপারে কানাঘুষো শোনা যাচ্ছে অসুস্থতার কারণে মুকুল রায় প্রার্থী হতে চাইছেন না। তবে সঠিক খবর এখনও পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে বাকি থাকা প্রার্থী তালিকা প্রকাশের দিকে জোর দিচ্ছে গেরুয়া শিবির বলে মনে করা হচ্ছে। আর তাই এবার দেখার, আগামীদিনের প্রার্থী তালিকায় কোন কোন হেভিওয়েট নেতা স্থান পান? পাশাপাশি গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব কি তাতে আরও বাড়ে নাকি গেরুয়া সেনারা এবার লড়াইয়ে মনোনিবেশ করেন!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!