এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির পুরভবন অভিযান নিয়ে পুলিশ-বিজেপির খন্ডযুদ্ধ আজ, রীতিমতো ধুন্ধুমার কান্ড কলকাতার বুকে

বিজেপির পুরভবন অভিযান নিয়ে পুলিশ-বিজেপির খন্ডযুদ্ধ আজ, রীতিমতো ধুন্ধুমার কান্ড কলকাতার বুকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন জিতে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে সামনে এসেছে বিজেপি। 3 থেকে 77 এ পৌঁছানোর পর প্রশাসনের ওপর আরও চাপ বাড়াতে একের পর এক পরিকল্পনা নিতে শুরু করেছে গেরুয়া শিবির। আর সেই সূত্রেই ভুয়ো ভ্যাকসিন কান্ডের প্রতিবাদে আজকে ছিল বিজেপির কলকাতা পুরভবন অভিযান। শুরু থেকেই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, এই অভিযানের সম্পর্কে বিজেপির তরফ থেকে কোনো চিঠি দেওয়া হয়নি। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, করোনা পরিস্থিতিতে এ ধরনের মিটিং-মিছিলের কোনো অনুমতি দেওয়া হচ্ছেনা। কিন্তু তা সত্ত্বেও বিজেপি তাদের পরিকল্পনা সফল করতে ছিল মরিয়া।

যথারীতি আজকে বিজেপির মিছিল কলকাতা পুরভবনের দিকে এগিয়ে যায় পরিকল্পনামাফিক। সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে মিছিল পুরভবনের দিকে এগোতেই মাঝ রাস্তাতেই পুলিশের বাধার মুখে পড়ে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। মিছিলকারীরা রাস্তাতে শুয়ে পড়ে। শোনা যাচ্ছে, চাঁদনী চক মেট্রো স্টেশনের সামনে পুলিশ বিজেপি কর্মীদের ওপর বল প্রয়োগ করে। এবং এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ মিছিল জোর করে আটকে দিয়েছে।

এক্ষেত্রে মহামারী আইন শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে তাঁদের ওপর প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি। প্রসঙ্গত জানা গিয়েছে, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে এস এন ব্যানার্জি রোড হয়ে কলকাতা পুরভবনের দিকে বিজেপির মিছিল যাওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায়, মিছিলের একটি অংশ গণেশ চন্দ্র অ্যাভিনিউ ধরে সেন্ট্রাল অ্যাভিনিউ এর দিকে এগিয়ে যাচ্ছে। আর সেখানে পুলিশের বাধার মুখে পড়ে গেরুয়া শিবিরের মিছিল। এই অভিযানে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল থেকে দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাসহ একাধিক সাংসদ এবং বিধায়ক উপস্থিত ছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ পর্যন্ত পৌঁছালে সেখানে বিশাল পুলিশবাহিনী দেখা যায়, সাথে বিশাল ব্যারিকেড। কিন্তু সেই ব্যারিকেড ভেঙে বিজেপি নেতা, কর্মীরা এগোতে শুরু করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। মিছিল ছত্রভঙ্গ হয়ে পড়তেই বিজেপির বহু নেতা, সাংসদকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি সভাপতির অভিযোগ, সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে তাঁদের দলের নেতাকর্মীদের পুলিশ গ্রেফতার করেছে। যদিও বিশেষজ্ঞদের একাংশ আবার মনে করছেন, করোনা পরিস্থিতিএখনো পুরোপুরি ঠিক হয়নি।

রাজ্যে এখনো আংশিক লকডাউন চলছে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করে দিয়েছিলেন, রাজনৈতিক সমাবেশে কুড়ি জনের বেশি হাজির থাকার অনুমতি নেই। তা সত্ত্বেও বিজেপির কয়েকশো মানুষের মিছিল নিয়ে পুরভবন আভিযান আইন ভঙ্গ করেছে অবশ্যই। আর সেখান থেকেই পুলিশের গ্রেপ্তারি। তবে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে কোন অবস্থাতেই পিছিয়ে থাকতে রাজি নয় রাজ্য গেরুয়া শিবির তা আরও একবার প্রমাণিত হলো আজকের ঘটনায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!