এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলীয় বিধায়কদের কড়া বার্তা, ভুয়ো-টিকাকাণ্ডের পর এই বাড়তি সতর্ক তৃণমূল!

দলীয় বিধায়কদের কড়া বার্তা, ভুয়ো-টিকাকাণ্ডের পর এই বাড়তি সতর্ক তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কসবার ভুয়ো ভ্যাকসিনের ঘটনা যথেষ্ট চাপের মুখে ফেলে দিয়েছে রাজ্যের শাসক শিবিরকে। গোটা ঘটনার মূল পান্ডা দেবাঞ্জন দেবকে গ্রেপ্তার করার পর থেকেই নানা বিষয় উঠে আসতে শুরু করেছে। যেখানে ধৃতের সঙ্গে একাধিক তৃণমূল নেতা থেকে শুরু করে হেভিওয়েট মন্ত্রীদের ছবি প্রকাশ্যে আসার পর যথেষ্ট চাপের মুখে পড়ে গিয়েছে ঘাসফুল শিবির। স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনায় এখন বাড়তি সতর্কতা অবলম্বন করতে শুরু করেছে রাজ্যের শাসক দল। আর সেই কারণেই ভুয়ো ভ্যাকসিনের ঘটনা ঘটার পর এবার পরিষদীয় দলের বৈঠকে দলের সমস্ত বিধায়কদের সতর্ক করে দেওয়া হল‌।

যেখানে কোথাও কোনো সংস্থার পক্ষ থেকে কেউ আমন্ত্রণ জানালে আগেভাগে এই ব্যাপারে খোঁজখবর নিয়ে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ ভুয়ো ভ্যাকসিনের ঘটনা ঘটার পর ধৃত দেবাঞ্জন দেবের সঙ্গে ফিরহাদ হাকিম থেকে শুরু করে তৃণমূলের বেশ কয়েকজন শীর্ষ নেতার ছবি সামনে এসেছে। তাই হঠাৎ করে কোনো পক্ষের পক্ষ থেকে আমন্ত্রণ আসলেই যে সেখানে যাওয়া যাবে না, পরোক্ষে পরিষদীয় দলের বৈঠক থেকে সেই বিষয়টিই প্রত্যেকটি বিধায়ককে জানিয়ে দেওয়ার চেষ্টা করল তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, সোমবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানেই বিধায়কদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়। জানা গেছে, তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, জনপ্রতিনিধি হিসেবে বিধায়কদের কাছে অনেক আমন্ত্রণপত্র আসবে। অনেক জায়গাতে যেতেও হবে। কিন্তু যাওয়ার আগে অবশ্যই আমন্ত্রিতদের সম্পর্কে আগাম খোঁজখবর নিতে হবে। এমনকি আয়োজকদের সম্পর্কেও খোঁজখবর নেওয়ার কথা বিধায়কদের জানিয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সেই অনুষ্ঠানে যাওয়া ঠিক হবে কিনা, তা জেনে নিয়েই যেন বিধায়করা সেই অনুষ্ঠানে যায়, সেই কথাও তৃণমূলের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে।

পর্যবেক্ষকদের মতে, এর আগে সারদা কাণ্ডে তৃণমূলের একাধিক নেতা এবং জনপ্রতিনিধির নাম উঠে এসেছিল। যেখানে সারদা কোম্পানির একাধিক অনুষ্ঠানে তৃণমূলের অনেক নেতাকে বক্তব্য রাখতে দেখা গিয়েছিল। যাকে হাতিয়ার করে বিরোধীরা তৃণমূলের অস্বস্তি দ্বিগুণ ভাবে বাড়িয়ে দেয়। তাই বর্তমান পরিস্থিতিতে ভুয়ো ভ্যাকসিনের ঘটনা সামনে আসার পর ধৃত দেবাঞ্জন দেবের সঙ্গে একাধিক তৃণমূলের নেতা-মন্ত্রীর ছবি প্রকাশ্যে আসার পরই চাপে পড়ে যায় ঘাসফুল শিবির।

আর তারপরেই তড়িঘড়ি পরিষদীয় দলের বৈঠক থেকে এই ব্যাপারে সমস্ত বিধায়ককে পরবর্তী অনুষ্ঠানগুলোতে যাওয়ার আগে যেন তার ব্যাপারে খোঁজখবর নিয়েই তারা পদক্ষেপ গ্রহণ করে, তার ব্যাপারে রীতিমতো সতর্কবার্তা দিয়ে দিল ঘাসফুল শিবির। অর্থাৎ পরবর্তী সময়কালে যাতে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য বিধায়কদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং তার ফলে চাপে না পরে দল, তার জন্যই তৃণমূলের পক্ষ থেকে আগাম এই সতর্কবার্তা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!