এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নন্দীগ্রাম মামলায় বিস্ফোরক অভিযোগ স্বয়ং বিচারপতির বিরুদ্ধে, আন্দোলন আইনজীবীদের একাংশের

নন্দীগ্রাম মামলায় বিস্ফোরক অভিযোগ স্বয়ং বিচারপতির বিরুদ্ধে, আন্দোলন আইনজীবীদের একাংশের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের নির্বাচনের প্রথম থেকে যে কেন্দ্রটি নিয়ে সবথেকে বেশি চর্চা হয়েছে, সেটি হলো নন্দীগ্রাম। আর এবার নন্দীগ্রাম মামলায় বিস্ফোরক অভিযোগ হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে। এবারের নির্বাচনে নন্দীগ্রাম কার্যত হাইভোল্টেজ কেন্দ্রে রূপায়িত হয়েছিল। কারণ ওই কেন্দ্র থেকে লড়াইয়ে নেমেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের ফলাফল বেরোনোর দিন শুরু থেকেই নন্দীগ্রামকে নিয়ে চাপানউতোর চলতে থাকে। কখনো মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যান তো কখনো শুভেন্দু অধিকারী এগিয়ে যান। শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীকে জয়ী বলে ঘোষণা করা হয়।

কিন্তু তৃণমূল নেতাকর্মী সমর্থকরা এই সিদ্ধান্ত মানতে পারেননি। তাই এবার নন্দীগ্রামের ফলাফলকে চ্যালেঞ্জ করলেন তৃণমূল সুপ্রীমো। সেসময় কেউ প্রকাশ্যে, কেউ আড়ালে প্রতিবাদ জানিয়ে গেছেন। বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর নিয়মমতো 45 দিনের মাথায় নন্দীগ্রামের রেজাল্টকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল নেত্রীর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, বিতর্ক শুরু হয়েছে এরপর। কারণ, নন্দীগ্রাম মামলাটি যে বিচারপতির বেঞ্চে দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে সেই বিচারপতির সঙ্গে বিজেপি নেতাদের ঘনিষ্ঠতা রয়েছে। আর এখানেই ব্যাপক আপত্তি জানিয়েছে তৃণমূল শিবির।

আজকে তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন, কুনাল ঘোষ এর মতন নেতারা এমন একটি তথ্য সামনে এনেছেন যা থেকে নতুন বিতর্ক শুরু হয়েছে। তাঁরা বেশ কয়েকটি ছবি টুইটারে শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে নন্দীগ্রাম মামলা যার হেফাজতে গেছে সেই বিচারপতি কৌশিক চন্দ বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়েছেন। এমনকি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেও তাকেঁ মঞ্চ ভাগ করতেও দেখা গিয়েছে। পাশাপাশি বিজেপির বিভিন্ন ন্নেতারর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা শোনা যাচ্ছে। ইতিমধ্যে বিচারপতি কৌশিক চন্দর বিরুদ্ধে হাইকোর্টের আইনজীবিদের একাংশ বিক্ষোভ দেখালেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে ইতিমধ্যে নন্দীগ্রামের মতন গুরুত্বপূর্ণ মামলার শুনানি অন্য বেঞ্চে পাঠিয়ে দেওয়ার আবেদন করেছেন। একই অভিযোগ তুলে হাইকোর্টে আইনজীবিদের একাংশ বিচারপতি কৌশিক চন্দকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন সাংবাদিকদের সামনে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাটি বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আজকে বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন, নন্দীগ্রাম মামলার আগামী শুনানি হবে 24 শে জুন।

তিনি জানিয়েছেন, এক্ষেত্রে নন্দীগ্রাম নির্বাচনের যাবতীয় তথ্য বিচার করে তারপর মামলার শুনানি শুরু হবে। তৃণমূলের একাংশের অভিযোগ এর ফলে শুভেন্দু অধিকারীকে কিছুটা সময় দেওয়া হলো। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, নন্দীগ্রাম মামলা নিয়ে আগামী দিনে রাজ্য রাজনীতিতে ঝড় উঠতে চলেছে বলে আগাম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পাশাপাশি নন্দীগ্রাম মামলায় গেরুয়া শিবিরের পক্ষ থেকে পাল্টা কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!