এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হেভিওয়েটের বিরুদ্ধে শহর জুড়ে পোস্টার, দলীয় অন্তর্কলহের ইঙ্গিতে তীব্র অস্বস্তি বিজেপির অন্দরে

হেভিওয়েটের বিরুদ্ধে শহর জুড়ে পোস্টার, দলীয় অন্তর্কলহের ইঙ্গিতে তীব্র অস্বস্তি বিজেপির অন্দরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের পটভূমিকায় গেরুয়া শিবিরের অন্তর্কলহ প্রকাশ্যে এসেছিল। আর নির্বাচনের ফলাফল বেরোতেই সেই অন্তর্কলহ ক্রমাগত বেড়ে চলেছে। সম্প্রতি মুকুল রায় বিজেপি ছেড়ে চলে গিয়েছেন তৃণমূলে। আর মুকুলের এই দল ছাড়ার পেছনে গেরুয়া শিবিরের অনেকেই রাজ্য বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে দায়ী করেছেন। শুধু দায়ী করেই ক্ষান্ত হননি তাঁরা। রীতিমতো কাট আউট তৈরি করে কৈলাস বিজয়বর্গীয় ছবি দিয়ে বড় বড় অক্ষরে লিখে দেওয়া হয়েছে গো ব্যাক। আর ছোট করে লিখে দেওয়া হয়েছে টিএমসি চিটিং মাস্টার। শহরের বিভিন্ন এলাকায় চোখে পড়েছে এই পোস্টার, যা তীব্র অস্বস্তির জন্ম দিয়েছে গেরুয়া শিবিরে।

প্রসঙ্গত, কৈলাস বিজয়বর্গীয়র এই কাট আউট ব্যানার মুরলীধর লেনের রাজ্য বিজেপির পার্টি অফিসের সামনে যেমন দেখা গিয়েছে, সেরকমই হেস্টিংসের কার্যালয়ের বাইরেও দেখা গিয়েছে যা রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরী করেছে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার পেছনে যে গেরুয়া শিবিরের তীব্র অন্তর্দ্বন্দ্ব কাজ করেছে, তা বুঝতে বাকি নেই কারোর। উল্লেখ্য, মুকুল রায় তৃণমূল ফিরে যাওয়ার পরেই কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যের অন্যতম বিজেপি নেতা তথাগত রায়। তিনি সোশ্যাল মিডিয়ায় একের পর এক টুইট করেছিলেন এই নিয়েই। শুধু তথাগত রায়ই নন, বিজেপির অনেক নেতাই কৈলাস বিজয়বর্গীয়কে মুকুল রায়ের চলে যাওয়ার পেছনে দায়ী করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ হিসাবে মনে করা হচ্ছে, মুকুল রায় বিজেপিতে থাকাকালীন কৈলাস বিজয়বর্গীয়র সাথে তাঁর অন্তরঙ্গতা অনেক বেশি ছিল গেরুয়া শিবিরের অন্যান্যদের থেকে। তাই সেক্ষেত্রে মুকুল রায় যখন গেরুয়া শিবিরের অন্যতম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন, সেসময় মুকুলের দলছাড়ার জন্য দায়ী করা হচ্ছে কৈলাসকে। অন্যদিকে রাজ্য বিজেপি থেকেও কৈলাস বিজয়বর্গীয়কে পর্যবেক্ষক রূপে একপ্রকার নির্বাসিত করা হয়েছে। জাতীয় রাজনীতিতেও এখন আর সেভাবে দেখা যাচ্ছেনা কৈলাস বিজয়বর্গীয়কে।

রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, মুকুল রায় তৃণমূলে চলে গেলেন। কিন্তু দলে থেকেও বিপদে পড়লেন কৈলাস বিজয়বর্গীয়। শুধুমাত্র মুকুল রায়ের সঙ্গে সখ্যতা গেরুয়া শিবিরে তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তবে কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধাচরণ যেভাবে করা হল আজকে, তা কিন্তু দলের অন্তর্দ্বন্দ্বকেই আরো বাড়িয়ে দেবে এবং বিপর্যয়ের মুখে পড়বে গেরুয়া শিবির বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। অন্যদিকে কৈলাস বিজয়বর্গীয় এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেননি।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!