এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির সাথে লোক নেই বোঝাতে ভিড়ে ভরা সভা করে শক্তি প্রদর্শনের মরিয়া চেষ্টা তৃণমূলী মন্ত্রীর

বিজেপির সাথে লোক নেই বোঝাতে ভিড়ে ভরা সভা করে শক্তি প্রদর্শনের মরিয়া চেষ্টা তৃণমূলী মন্ত্রীর

আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে শাসকদল তৃণমূলের প্রবল প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বিজেপি। তাই বিরোধী দল বিজেপির সঙ্গে প্রবল প্রতিযোগিতায় নেমেছে শাসকদল তৃণমূল। কিছুদিন আগে বিজেপির রাজ্য সভাপতি কোচবিহারে এক সভা করে গিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার সেই মাঠেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ পাল্টা সভা করলেন। এই সভায় যথেষ্ট জনসমাগম হয়েছিল। এই সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি দাবি করেছেন যে, বিজেপির সভায় গতকালের মত লোক সমাগম হয় নি। এর সঙ্গে সঙ্গেই তিনি অভিযোগ করলেন, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের প্রতি। তার অভিযোগ লোকসভা নির্বাচন পরবর্তী কালে, করোনা সংক্রমণ কালে, একবারের জন্যও দেখা যায়নি সাংসদকে।

প্রসঙ্গত কিছুদিন আগেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা কেন্দ্র নাটাবাড়ির পানিশালার মহিষবাথান ফুটবল ময়দানে বিজেপি জনসভা করেছিল। গতকাল এখানেই সভা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। গতকালের এই সভায় তাঁর সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃনমূল সভাপতি পার্থপ্রতিম রায়। এছাড়াও ছিলেন রাজ্য তৃণমূল মুখপাত্র সুপ্রিয় চন্দ, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিত দে ভৌমিক প্রমুখরা।

গতকালের এই জনসভা থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানালেন যে, গতকালের সভায় তৃণমূলের যে লোক সমাগম হয়েছে তার দশভাগের একভাগ লোকও উপস্থিত ছিলেন না বিজেপির সভায়। তিনি দাবি করেছেন যে, সেদিন অর্ধেকেরও বেশি মাঠ ফাঁকা ছিল। বিজেপি নেতারা শুধু গর্জন করে গিয়েছেন। তাঁর কথায়, যে মেঘ গর্জায়, সেই মেঘ বর্ষায় না। এমন ভাব ছিল যেন তারা ক্ষমতায় এসে গিয়েছে, শুধু শপথগ্রহণ বাকি ছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানালেন যে, পানিশালাতে সুন্দর রাস্তাঘাট তৈরী হয়েছে, প্রত্যেক বাড়িতে পৌঁছে গেছে বিদ্যুতের আলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় একটি বিশ্ববিদ্যালয় করেছেন, মেডিক্যাল কলেজ করেছেন, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, জেলায় নদীর বাঁধ তৈরি হয়েছে। গ্রামে গ্রামে রাস্তা, স্কুল, কলেজ করেছেন মুখ্যমন্ত্রী। তাই মানুষ খেয়ে পড়ে বেঁচে আছেন। এরপর রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে তিনি জানালেন, ” মঞ্চে ভাষণ দিতে গিয়ে বিজেপির এক নেতা হম্বিতম্বি করে বলেছিলেন, আমার নাকি হাত-পা ভেঙে দেবেন। সে তো ভালো কথা। আমি এত লম্বা, কিছুটা পা ভেঙে দিলেও আমি ওই নেতার থেকে উঁচুই থাকব।”

এরপর কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের প্রতি কটাক্ষ করলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনেরর পর দেড় বছরের মধ্যে একবারও দেখা যায় নি সাংসদকে। করোনা সংক্রমণ কালে ১ কেজি চালও কি তিনি কোথাও নিয়ে গিয়েছেন? গ্রামের মানুষ কেমন আছেন? মরে গেছে না বেঁচে আছে? তা দেখতে এসেছেন কি তিনি? গতকাল, মন্ত্রীর এ সমস্ত প্রশ্নে কখনো হাততালি দিয়ে, কখনো হ্যাঁ বা না বলে, জবাব দিতে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের।

গতকাল তৃণমূলের এই জনসভা প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপি সভানেত্রী মালতী রাভা রায় জানালেন যে, মন্ত্রী আসলে ভয় পেয়ে গেছেন। বিজেপির জনসভায় তৃণমূলের দ্বিগুন লোক ছিল। সাংসদ খাদ্য সামগ্রী নিয়ে বেরিয়েছিলেন, দিনহাটাতে সাংসদকে আটকে দেয়া হয়েছিল, যা সকলের জানা। মন্ত্রী এসব বলে মানুষকে বিভ্রান্ত করছেন, কিন্তু এতে কোনো লাভ হবে না বলেই তাঁর দাবি। রাজনৈতিক বিশ্লেষকেরা জানাচ্ছেন, আগামী বিধানসভা নির্বাচন অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের। তাই বিজেপির কাছে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে শাসকদল তৃণমূল।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!