এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপিতে ভাঙ্গন ধরিয়ে ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট তৃণমূল নেতার, বাড়ছে জল্পনা!

বিজেপিতে ভাঙ্গন ধরিয়ে ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট তৃণমূল নেতার, বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যের যে সমস্ত জেলায় সবথেকে বেশি সংঘর্ষের খবর এসেছিল, তার মধ্যে উল্লেখযোগ্য কোচবিহার জেলা। আর এই কোচবিহার জেলাতে সব থেকে বেশি সংঘর্ষের খবর উঠে আসতে শুরু করেছিল দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে। এখানে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন উদয়ন গুহ এবং বিজেপির প্রার্থী হয়েছিলেন সাংসদ নিশীথ প্রামাণিক। তবে শেষ পর্যন্ত এখানে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলার পর সামান্য ভোটে জয়লাভ করেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। কিন্তু শেষ পর্যন্ত বিধায়ক পদে ইস্তফা দিয়ে সাংসদ পদে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

স্বাভাবিক ভাবেই এই বিধানসভা কেন্দ্রে আবার নতুন করে উপনির্বাচন হবে। তবে বিধানসভা কেন্দ্র তৃণমূল দখল করতে না পারলেও, রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তারা। আর তারপর থেকেই বিভিন্ন জায়গায় বিজেপির নীচুতলায় ভাঙ্গন ধরতে শুরু করেছে। এবার দিনহাটা ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতেও বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস।

যেখানে বিজেপির জনপ্রতিনিধিরা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। স্বাভাবিক ভাবেই এই পঞ্চায়েত দখল করল ঘাসফুল শিবির‌। আর নির্বাচনের আগে যে কথা দিয়েছিলেন এখানকার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা উদয়ন গুহ, নির্বাচনের পর সেই কথা বাস্তবে পরিণত করে “খেলা শেষ” বলে ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট করতে দেখা গেল তাকে।

সূত্রের খবর, এদিন বিজেপির এই ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চারজন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেন। যার ফলে বিজেপির হাত থেকে এই পঞ্চায়েত নিজেদের দখলে নিয়ে চলে এল রাজ্যের শাসক দল। আর পঞ্চায়েত তৃণমূলের দখলে আসার পরই একটি ফেসবুক পোস্ট করেন তৃণমূল নেতা উদয়ন গুহ। যেখানে তিনি লেখেন, “আজ ভেটাগুড়িতে প্রথম রাউন্ডের খেলা শেষ হল। এবার অন্য মাঠে খেলা।” স্বাভাবিক ভাবেই তৃণমূল নেতার এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তৈরি হয়েছে জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন, ভেটাগুড়িতে যে টার্গেট তিনি বেঁধে দিয়েছিলেন, সেই লক্ষ্য পূরণ হয়েছে। কিন্তু এটাই শেষ নয়। পরবর্তীতে বিজেপির দখলে থাকা আরও অনেক পঞ্চায়েত যে তৃণমূল কংগ্রেসের দখলে আসবে, তা এই ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন উদয়নবাবু বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বলা বাহুল্য, এই দিনহাটা বিধানসভা কেন্দ্রেই বাড়ি কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের। এবার দিনহাটা বিধানসভা কেন্দ্রে সাংসদ নিশির প্রামাণিককে বিধায়ক পদে প্রার্থী করেছিল ভারতীয় জনতা পার্টি‌। স্বাভাবিক ভাবেই হাড্ডাহাড্ডি লড়াই তৈরি হয়েছিল। একদিকে তৃণমূলের উদয়ন গুহ, অন্যদিকে বিজেপির নিশীথ প্রামাণিকের মধ্যেকার লড়াই রীতিমত নজরকাড়া বিষয় হয়ে দাঁড়ায় সকলের কাছে। শেষ পর্যন্ত সেখানে কে জয়লাভ করবে, তা রীতিমত কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আর সবশেষে ভোটের ফলাফলে সামান্য ব্যবধানে তৃণমূল প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেন বিজেপির নিশীথ প্রামাণিক। তবে বর্তমানে বিধায়ক পদে ইস্তফা দিয়ে সাংসদ পদে থাকার সিদ্ধান্ত নিয়েছেন নিশীথবাবু। তবে বেশ কিছুদিন ধরেই ভেটাগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে আসবে বলে দাবি করতে শুরু করেছিলেন এখানকার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ।

আর নিজের কথা রেখে বিজেপির জনপ্রতিনিধিদের হাতে পতাকা ধরিয়ে দিয়ে বিজেপির হাত থেকে এই পঞ্চায়েত নিজের দখলে নিয়ে নিলেন হেভিওয়েট এই তৃণমূল নেতা। পাশাপাশি “অন্য মাঠে খেলা হবে” বলেও ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট করতে দেখা গেল তাকে। অর্থাত ভেটাগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির থেকে নিজেদের দখলে নিয়ে নেওয়ার পর এবার উদয়ন গুহ বা তৃণমূলের নেক্সট টার্গেট কি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!