এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরাতে জোট নিয়ে বড় ঘোষণা বিজেপির

ত্রিপুরাতে জোট নিয়ে বড় ঘোষণা বিজেপির


ত্রিপুরাতে নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হতেই রাজ্যের শাসকদল বামফ্রন্ট নিজেদের প্রার্থীতালিকা প্রকাশ করে দিয়েছে। কিন্তু ত্রিপুরাতে অষ্টম বামফ্রন্ট সরকার গড়া আটকাতে মরিয়া বিজেপি এখনো প্রকাশ করতে পারে নি প্রার্থী তালিকা, বিজেপি সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী জোট নিয়ে সিদ্ধান্ত ঝুলে থাকতেই সেই সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছিল। কিন্তু অবশেষে জোট নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল বিজেপি, আজ বিজেপির তরফে হিমন্ত বিশ্বশর্মা সাংবাদিক বৈঠকে জানান যে প্রাথমিকভাবে তিন আঞ্চলিক দল আইএনপিটি, এনসিটি এবং তিপ্রাহা গোষ্ঠীর সঙ্গে জোট হওয়ার কথা থাকলেও শুধুমাত্র আইপিএফটির সঙ্গেই জোটে যাচ্ছে বিজেপি। আইপিএফটিকে ৯ টি আসন (সিমনা, মান্দাইনগর, টাকারজলা, অমপিনগর, মনু, রাইমাভ্যালি, রামচন্দ্রঘাট, আশারামবাড়ী ও কাঞ্চনপুর) ছেড়ে বাকি ৫১ টি আসনে নিজেদের প্রার্থী দিয়ে দিল্লিতে কেন্দ্রীয় কমিটির কাছে প্রার্থীতালিকা পাঠানো হয়েছে। দিল্লি থেকে অনুমোদন এসে গেলেই প্রকাশ করে দেওয়া হবে প্রার্থী তালিকা।

বিজেপি সূত্রে আরো খবর আইপিএফটিকে যে ৯ টি আসন ছাড়া হয়েছে তা সবই ২০ টি উপজাতি সংরক্ষিত আসনের মধ্যে। উপজাতি সংরক্ষিত আসনের বাকি ১১ টিতে বিজেপি নিজেরাই প্রার্থী দিতে চলেছে। জোট এবং আসন সমঝোতার প্রস্তাব নিয়ে আজ রাতেই দিল্লি যাচ্ছেন ত্রিপুরা বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব ও সুনীল দেওধর। প্রসঙ্গত, এবারের ত্রিপুরা নির্বাচনে আদি বিজেপি নামে একটি দল বিধানসভার ৬০ টি আসনেই প্রার্থী দিয়েছে। সেই প্রসঙ্গে হিমন্ত বিশ্বশর্মা জানান, আদি বিজেপি নির্বাচন কমিশন থেকে কোনো রাজনৈতিক প্রতীক পাবে না। এই দল বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব বারবার জন্য আসরে নেমেছে, যাতে সফল হবে না। অন্যদিকে সামনে লড়াই দেখালেও, আসলে বামফ্রন্টকে জেতাতে কংগ্রেস তাদের সঙ্গে ভিতরে ভিতরে হাত মিলিয়েছে। কিন্তু এসব কিছুই এবার ত্রিপুরায় পরিবর্তনের সরকার আনা থেকে আটকাতে পারবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!