এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বোর্ড গঠনের আগেই বড় প্রতিশ্রুতি, জেনে নিন তৃণমূলের পরিকল্পনা!

বোর্ড গঠনের আগেই বড় প্রতিশ্রুতি, জেনে নিন তৃণমূলের পরিকল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সবুজে সবুজ হয়ে গেল কলকাতা। তৃতীয়বারের জন্য কলকাতার পৌরবোর্ড দখলের পথে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে এবার জয়ের মাঝেই বোর্ড গঠনের আগেই বড় প্রতিশ্রুতি দিলেন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে এবার থেকে নতুন বোর্ড প্রতিবছর রিপোর্ট পেশ করবে বলে জানিয়ে দিলেন তিনি। বস্তুত, আজ কলকাতার পৌরসভা ভোটের গণনা হয়। আর সেখানেই একের পর এক আসনে জয়লাভ করতে শুরু করেছেন তৃণমূল প্রার্থীরা। স্বভাবতই তৃণমূলের বোর্ড গঠন শুধু সময়ের অপেক্ষা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এবার যে নতুন বোর্ড গঠন করা হবে, সেই বোর্ডকে বাৎসরিক রিপোর্ট কার্ড জনসমক্ষে পেশ করতে হবে। এই রিপোর্ট কার্ডে থাকবে, কোন কোন কাজ ও পরিষেবার লক্ষ্য ছিল। সেগুলোর মধ্যে কোনগুলো সম্পূর্ণ হয়েছে, কোনগুলো বকেয়া রয়েছে, বকেয়া থাকার কারণ কি, বিস্তারিত বিষয়।” একাংশ বলছেন, পৌরভোটে জয়লাভের পর আরও বিনয়ী হতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই নিজেদের ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরে বড় প্রতিশ্রুতি দিলেন ফিরহাদ হাকিম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!