শুভেন্দু অধিকারী কি এবার প্রশান্ত কিশোরের সমস্ত হিসাবনিকাশ উল্টে দিতে চলেছেন? কৌতুহল চরমে কলকাতা তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য December 30, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই নিজেকে আমূল বদলে নিয়েছেন। কিছুদিন আগেই তিনি গেরুয়া শিবিরের বিরুদ্ধে যে আক্রমণ চালাতেন এবার দিক বদলে সেই আক্রমণের মুখ হয়ে গেছে তৃণমূলের দিকে। একুশের বিধানসভা নির্বাচন এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের কাছে চরম গুরুত্বপূর্ণ। আর সেকথা মাথায় রেখেই তৃণমূল তৃণমূলের পাশাপাশি গেরুয়া শিবির চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলার মসনদ দখল করার। অন্যদিকে শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরে কিন্তু তাঁর লক্ষ্য তিনি বুঝিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছে হিন্দুত্ব নিয়ে কথা বলতে। এমনকি রামের নামের সঙ্গে কৃষ্ণকে জুড়ে তিনি বার্তা দিয়েছেন। আর এবার তিনি বাংলায় 30 শতাংশ ভোটকে বাদ রেখে বাকি 70 শতাংশ ভোট আহ্বান করলেন গেরুয়া শিবিরের দিকে। অর্থাৎ রাজ্যের সমস্ত হিন্দুকে তিনি টেনে আনতে চাইছেন বিজেপির ভোটবাক্সে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বিজেপিতে যোগ দেওয়ার পরেই এবার মেরুকরণের ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - মুসলিম ভোট যখন তৃণমূলের পক্ষে যাচ্ছে, তাহলে বিজেপির পক্ষে 70% হিন্দুর ভোট পড়বে না কেন সেই প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী বিজেপির মঞ্চে রীতিমত নজর কাড়লেন। বিশেষজ্ঞদের মতে, এবার বাংলার রাজনীতিতে পুরোপুরি ধর্মের ভিত্তিতে শুরু হলো ভোটের রাজনীতি। কিছুদিন আগেই প্রশান্ত কিশোর বলেছিলেন, রাজ্যের 70 শতাংশ হিন্দু ভোটার এবং 30% মুসলিম ভোটার। বিজেপি শুধুমাত্র টার্গেট করেছে হিন্দু ভোটারকে। আর শুভেন্দুর বক্তব্যে উঠে এসেছে প্রশান্ত কিশোরের দাবির সত্যতা। তবে সেক্ষেত্রে প্রশান্ত কিশোর টার্গেট রেখেছেন রাজ্যের 100% ভোটার। অন্যদিকে শুভেন্দু অধিকারী কিন্তু শুধুমাত্র 70% কেই পদ্মফুলে নিয়ে আসতে চাইছেন। তবে এবার দেখার, শতাংশের অংকে কে এগিয়ে যায় তৃণমূল না বিজেপি? তবে একথা অনস্বীকার্য, শুভেন্দু অধিকারী একজন জনপ্রিয় ও অভিজ্ঞ জননেতা। আর সেই অভিজ্ঞতার ওপর নির্ভর করেই শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে বাংলার ভোট টানতে চাইছেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে শুভেন্দু কি প্রশান্ত কিশোরের সমস্ত হিসেব উল্টে দিতে চলেছেন? উত্তরের আশায় বাংলা। আপনার মতামত জানান -