এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বঙ্গধ্বনি কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে হেভিওয়েট মন্ত্রী! শাসকদলে অস্বস্তি!

বঙ্গধ্বনি কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে হেভিওয়েট মন্ত্রী! শাসকদলে অস্বস্তি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাতে আর কয়েকটা মাস বাকি। তারপরেই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে পাখির চোখ করে শাসক-বিরোধী প্রতিটি রাজনৈতিক দলই এখন মানুষের সঙ্গে যোগাযোগের রাস্তাকে বেছে নিতে শুরু করেছে। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে বঙ্গধ্বনী কর্মসূচি পালন করে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়া হচ্ছে। আর সেই যাত্রায় গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হল গোয়ালপোখরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীকে। সূত্রের খবর, এদিন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী বঙ্গধ্বনী কর্মসূচি করতে চাকুলিয়ায় উপস্থিত হন।

আর সেখানেই সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে প্রশ্ন করেন, কেন এতদিনে গোয়ালপোখর বা চাকুলিয়া ব্লকে কোনো কলেজ হল না! যার ফলে ব্যাপক শোরগোল তৈরি হয় এলাকাজুড়ে।বিশেষজ্ঞরা বলেন, নির্বাচন আসবার সময় নেতা-মন্ত্রীদের মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যেতে দেখা যায়। যেখানে ভোটে জিতল তারা নানা কাজ করে দেবেন বলেও প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচনের পর তাদের টিকিটিও খুঁজে পাওয়া যায় না।

সামনে বিধানসভা নির্বাচন। আর তার আগে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী দলের নির্দেশানুসারে কর্মসূচি করতে এলাকার মানুষের কাছে পৌছে যেতে না যেতেই এবার সেই জনসাধারণ চেপে ধরলেন মন্ত্রী মশাইকে। যার ফলে ব্যাপক অস্বস্তিতে পড়লেন মন্ত্রী গোলাম রব্বানী এবং তার দল তৃণমূল কংগ্রেস বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর দলীয় কর্মসূচি করতে এসে মানুষের সঙ্গে জনসংযোগ পালন করলেও, যেভাবে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল মন্ত্রীকে, তাতে বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে ময়দানে নামবে বলেও মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এলাকাবাসীর অভিযোগ, গোয়ালপুকুর এবং চাকুলিয়ায় অনেক প্রতিভা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও এখানে কোনো কলেজ নেই। যার ফলে অনেকেই পড়া বন্ধ করে ভিন রাজ্যে চলে যান। ইসলামপুর এবং ডালখোলায় কলেজ থাকলেও, পরিকাঠামোর যথেষ্ট অভাব এবং যাতায়াত নিয়ে একটি বড় সমস্যা রয়েছে। যার ফলে দীর্ঘদিন ধরে এখানে কলেজের দাবি উঠেছিল। কিন্তু এখনও পর্যন্ত তা না হওয়ায় এদিন মন্ত্রীকে কাছে পেয়ে রীতিমত ঘিরে ধরেছেন স্থানীয় বাসিন্দারা। কবে হবে কলেজ?

এদিন এই প্রসঙ্গে গোয়ালপোখরের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী গোলাম রাব্বানী বলেন, “কলেজের বিষয়ে প্রস্তাব রয়েছে। কিন্তু জমি জটের জন্য তা হয়নি। সব জট কেটে গেলে এবার কলেজ হবে।” স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে মন্ত্রী আবার কলেজের ব্যাপারে প্রতিশ্রুতি দিলেও, অতীতের মতই তা প্রতিশ্রুতি হিসেবেই থেকে যাবে, নাকি বাস্তবে পালন করা হবে, সেদিকেই নজর থাকবে সকলের। তবে যেভাবে কলেজ গড়ে না ওঠার কারণে মানুষের ক্ষোভ বাড়তে শুরু করেছে, তা এদিনের মন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভেই কার্যত প্রমাণিত বলে মত বিশেষজ্ঞদের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!