‘বড় বড় রাঘব বোয়ালরা ধরা পড়ছে’ তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে চড়ম বিস্ফোরক বিজেপি সাংসদ ! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য May 20, 2022May 20, 2022 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এসএসসি নিয়ে কার্যত জেরবার রাজ্য সরকার।পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে পরেশ অধিকারীর মতো একাধিক হেভিওয়েট বিধায়ক এবং মন্ত্রীদের ডাকার কাজ শুরু করেছে সিবিআই। মূলত, হাইকোর্টের নির্দেশেই এই তদন্ত শুরু হয়েছে।যাকে কেন্দ্র করে আরও চাপের মুখে পড়ে যায় রাজ্য সরকার। আর এই বিষয়কে হাতিয়ার করেই রাজ্যের পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন “পার্থ চট্টোপাধ্যায় চোর। চুরি করার সময় তো রক্ষাকবচ দরকার হয়নি। স্কুলে ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ শুনেছি। এখানে পূর্বের শিক্ষামন্ত্রী ডিভিশন বেঞ্চ শেখাচ্ছেন। ওনার কুকুরের নামেও কোটি টাকার ফ্ল্যাট। পার্থ বা অনুব্রত বা পরেশ, এদের সবার তার কালীঘাটের সঙ্গে জড়িত হতেই পারে।” প্রসঙ্গ উল্লেখ্য যে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট না দিয়েই শিক্ষক পদে বহাল তবিয়তে কাজ করে যাওয়ার অভিযোগ ছিল মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের বিরুদ্ধে আর এই বিষয়ে কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ দিয়ে রেখেছে পরেশ বাবুর মেয়ে স্কুলে ঢুকতে পারবেন না এমকি তাঁর বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তবে এবার তৃণমূলের অস্বস্তিকে আরও বাড়িয়ে হুগলির বিজেপি সাংসদ খোঁচা দিয়ে বলেন “এত বড় বড় রাঘব বোয়ালরা ধরা পড়ছে। লজ্জার বিষয় এরা বড় বড় করে সাংবাদিক বৈঠক করত। বড় বড় কথা বলত। বিজেপিকে নিয়ে নানারকম কথা বলত। আজ নিজেরাই এত বড় একটি স্ক্যাম এসএসসি দুর্নীতি মানুষ দেখুক মানুষ এর বিচার করবেন।” আপনার মতামত জানান -