এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বড়সড় মাস্টারস্ট্রোক! সাতসকালে একি করলেন বাবুল?

বড়সড় মাস্টারস্ট্রোক! সাতসকালে একি করলেন বাবুল?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দলবদল করার পর থেকেই তিনি সাংসদ পদে ইস্তফা দেবেন বলে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু বারবার অধ্যক্ষের কাছে সময় চেয়েও সময় পাননি, তাই ইস্তফা দিতে পারছেন না বলে জানিয়ে দেন বাবুল সুপ্রিয়। তবে সম্প্রতি আজ মঙ্গলবার তাকে অধ্যক্ষ সময় দিয়েছেন এবং সেই দিনই তিনি তার সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বলে জানিয়ে দিয়েছিলেন আসানসোলের সাংসদ। স্বাভাবিকভাবেই সকলের নজর ছিল সেই দিকেই। আর বেলা বাড়তে না বাড়তেই নিজের দেওয়া কথা রাখলেন বাবুল সুপ্রিয়।

সূত্রের খবর, আজ সকালে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বাসভবনে পৌঁছে যান বাবুল সুপ্রিয়। আর সেখানেই আনুষ্ঠানিকভাবে নিজের সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। লোকসভার অধ্যক্ষের কাছে তিনি তার ইস্তফা পত্র জমা দিয়েছেন। স্বভাবতই দীর্ঘদিন ধরে এই বাবুল সুপ্রিয়র সাংসদ পদ থাকা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। দলবদল করার পর তিনি সাংসদ পদ থেকে কবে ইস্তফা দেবেন, তা নিয়ে নানা কৌতূহল তৈরি হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অবশেষে কিছুদিন আগে তিনি যে কথা জানিয়েছিলেন, তাকে বাস্তব করলেন বাবুলবাবু। তবে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কারণে আসানসোলে আবার লোকসভা উপনির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেদিক থেকে সেখানে বাবুল সুপ্রিয় আবার তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দিতা করবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!