এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দলের “খেলা হবে” স্লোগান সমর্থন নয় হেভিওয়েট প্রার্থীর, নয়া অস্বস্তিতে শাসক দল!

দলের “খেলা হবে” স্লোগান সমর্থন নয় হেভিওয়েট প্রার্থীর, নয়া অস্বস্তিতে শাসক দল!

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সভা-সমিতি থেকে চায়ের দোকান, তৃণমূলের পক্ষ থেকে “খেলা হবে” স্লোগান দেওয়ার পরেই এখন তা প্রত্যেকের মুখে মুখে ঘুরতে শুরু করেছে। এককালে শাসকদলের মুখে বন্দেমাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান শোনা গেলেও, এখন সেই জায়গায় চর্চার চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে “খেলা হবে” স্লোগান। তৃণমূলের প্রতিটি মিটিং, মিছিলে স্লোগান দেওয়া এখন যেন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দলের পক্ষ থেকে শুক্রবার প্রার্থী ঘোষণা হতে না হতেই এই “খেলা হবে” স্লোগানে আপত্তি রয়েছে বলে জানিয়ে দিলেন বালুরঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশিষ্ট আইনজীবী শেখর দাশগুপ্ত।

স্বাভাবিক ভাবেই প্রার্থী হওয়ার পরেও কেন দলের এই চমকপ্রদ স্লোগানে সহমত নন শেখরবাবু, এখন তা নিয়ে গুঞ্জন ক্রমশ অব্যহত। আর তৃণমূল প্রার্থীর এই ধরনের আপত্তিকে কেন্দ্র করে এবার বিজেপি যে তাদের হাতে নতুন অস্ত্র পেয়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় 291 টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেন। আর সেখানেই বালুরঘাটের প্রার্থী কে হবে, তা নিয়ে তৈরি হয় জল্পনা।

অবশেষে বালুরঘাটের প্রার্থী হিসেবে বিশিষ্ট আইনজীবী শেখর দাশগুপ্তের নাম ঘোষণা করেন তৃণমূল নেত্রী। আর তারপরই “খেলা হবে” স্লোগান নিয়ে আপত্তি জানাতে দেখা যায় এই তৃণমূল প্রার্থীকে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এই ধরনের শ্লোগান আমার ভালোলাগে না। খেলাটা খুব সম্মানের জিনিস। রাজনীতিকে খেলার সঙ্গে তুলনা করবেন না। ময়দানে খেলা হবে। আমরা ময়দানে ফুটবল, হকি খেলব। এখানে রাজনৈতিক লড়াইটাকে আমি স্বাগত জানাচ্ছি‌। কিন্তু খেলা হবে এই শ্লোগানকে স্বাগত জানাতে পারছি না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই তৃণমূল প্রার্থীর এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে এবার রীতিমতো চর্চা শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। যেখানে তৃণমূলের এবারের বিধানসভা নির্বাচনে এটা হিট স্লোগান হিসেবে পরিচিত, সেখানে কেন তৃণমূল প্রার্থী তাতে আপত্তি জানাতে শুরু করলেন, এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। একাংশ বলছেন, শেখর দাশগুপ্ত অত্যন্ত সভ্য ভদ্র মানুষ হিসেবেই পরিচিত। সেক্ষেত্রে তিনি এই মন্তব্য করে বুঝিয়ে দিতে চাইলেন, রাজনীতিতে লড়াই হলেও “খেলা হবে” স্লোগান তার পছন্দ নয়। অর্থাৎ এতদিন বিরোধীদের পক্ষ থেকে এই “খেলা হবে” স্লোগানের কথা বলে প্রচ্ছন্ন হুমকির অভিযোগ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে।

তাই প্রার্থী হওয়ার সাথে সাথেই কিছুটা দলের বিপক্ষে গিয়েই “খেলা হবে” স্লোগানে যে তার বিন্দুমাত্র সমর্থন নেই, তা বুঝিয়ে দিলেন এই তৃণমূল প্রার্থী। স্বাভাবিক ভাবেই তার এই ধরনের মন্তব্য এখন বিরোধীদের হাতে যেমন হাতিয়ার তুলে দেবে, ঠিক তেমনই শাসক দলের নেতা-নেত্রীদের মনেও যে অস্বস্তি তৈরি করবে, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!