এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বহিরাগত বুমেরাং! দল ছাড়লেন তৃণমূলের হেভিওয়েট নেতা

বহিরাগত বুমেরাং! দল ছাড়লেন তৃণমূলের হেভিওয়েট নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরই বেশ কিছু স্থানে ভাঙ্গন দেখা দিল তৃণমূলে। গতকাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের কোর কমিটির সদস্য ও প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের কারণ হিসেবে তিনি বহিরাগত তত্বকে দায়ী করলেন। বিজেপি নেতা মুকুল রায়ের নেতৃত্বে বিজেপিতে যোগদান করলেন তিনি।

গতকাল সন্ধ্যায় বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে বৈঠক করলেন দীনেশ বাজাজ। বৈঠকের পর গন মাধ্যমের সামনে তিনি জানালেন যে, অনেকেই তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এ ব্যাপারে পরামর্শ নিতে মুকুল রায়ের সঙ্গে কথা বলতে এসেছিলেন তিনি। গতকাল বিকালে তৃণমূল ছেড়ে দিয়েছেন তিনি। এবার তিনি বিজেপিতে যোগ দিলেন। আনুষ্ঠানিকভাবে তাঁর বিজেপিতে যোগদানের বিষয়টি পরে জানিয়ে দেবেন মুকুল রায়।

প্রসঙ্গত, সদ্য বিজেপিতে আসা দীনেশ বাজাজ ছিলেন তৃণমূলের কোর কমিটির সদস্য। তিনি ২০০৬ সালে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। পশ্চিমবঙ্গ হিন্দি একাডেমির সহ-সভাপতি ছিলেন তিনি, তৃণমূলের কোর কমিটির সদস্যও ছিলেন তিনি। তৃণমূল ছাড়ার কারণ হিসেবে তিনি দায়ী করেছেন বহিরাগত ইস্যুকে। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, হিন্দিভাষীদের বহিরাগত বলে অপমানিত করা হচ্ছে। তিনি প্রশ্ন করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি বহিরাগত হন, তাহলে তাঁরা কি? তাঁর জন্ম পশ্চিমবঙ্গে। এরপরও যদি বহিরাগত শুনতে হয়, তবে এর চেয়ে খারাপ আর কিছু থাকতে পারে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, টিকিট পাননি বলেই কি তিনি তৃণমূল ছেড়ে দিয়েছেন? এর জবাবে তিনি জানালেন যে, টিকিট তিনি আগেও পাননি, ২০১১, ২০১৬ সালেও তাঁকে টিকিট দেয়া হয়নি। কিন্তু তখন তো তিনি দল ছেড়ে দেননি। আবার, গতকাল বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার। তবে, বিজেপিতে যোগ দেবেন কিনা? সে ব্যাপারে তিনি কিছু জানাননি।

আবার, আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, তৃণমূলের বেশকিছু বিক্ষুব্ধ তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন টিকিটের আশাতে। এদেরকে তিনি জানিয়ে দিয়েছেন যে, আগে তাঁদের দলে আসতে হবে, তারপর এই বিষয়টি তাঁরা ভেবে দেখবেন। আবার, বিজেপি সাংসদ অর্জুন সিং জানালেন যে, টিকিটের আশা করছেন না, এমন বহু মানুষ বিজেপিতে আসার জন্য পা বাড়িয়ে রয়েছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!