এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  মমতাই করছেন সাম্প্রদায়িক রাজনীতি? দূর্গাপূজো নিয়ে চরম চিন্তিত বিজেপি!

 মমতাই করছেন সাম্প্রদায়িক রাজনীতি? দূর্গাপূজো নিয়ে চরম চিন্তিত বিজেপি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলায় যে কোনো পূজো এবং উৎসব এলেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ভূত দেখতে শুরু করেন। তিনি দাবি করেন, বিজেপি এলাকায় নাকি অশান্তি করবে। তাই সকলে যেন সচেতন থাকে। কিন্তু বারবার কেন এই দাবি করতে দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে? এটি কি তার রাজনৈতিকভাবে বিজেপিকে চাপে ফেলতেই তার এই ধরনের নাটক! নাকি সত্যি সত্যিই উৎসবের সময় এই রাজ্য বিপদের মুখে দাঁড়িয়ে থাকে! তাই পুলিশ প্রশাসনকে দিয়ে পরিস্থিতির উন্নতি হবে না জেনেই বিরোধীদের ঘাড়ে দোষ চাপান রাজ্যের প্রশাসনিক প্রধান? তা নিয়ে নানা সময় প্রশ্ন তৈরি হয়েছে। কিন্তু এবার দুর্গাপুজোর আগে মন্ত্রিসভার বৈঠকে সেই বিজেপির ধারেই দোষ চাপিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে তার পাল্টা জবাব দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি যে কথা বলেছেন, তাতে একটা জিনিস স্পষ্ট যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি এবার ধরা পড়ে যাচ্ছে। তিনি প্রত্যেকটা ব্যাপারে বিজেপির ঘরে দোষ চাপিয়ে ভাবছেন, সব কিছু থেকে মুক্তি নিতে পারবেন। কিন্তু সুকান্ত মজুমদার তাকে যে ভাষায় জবাব দিলেন, তাতে জেরবার হয়ে পড়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অন্তত তেমনটাই মনে করছে সমালোচক মহল।

প্রসঙ্গত, আপনারা জানেন, পায়ে চোট থাকার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক করেছেন। আর সেখানেই তিনি মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন যে, বিজেপি পূজার সময় অশান্তি করতে পারে। তাই সকলে যেন এলাকার দিকে নজর রাখে। খুব ভালো কথা। প্রশাসনিক প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ তার মন্ত্রীদের দিয়েছেন, এটা অবশ্যই সাধুবাদযোগ্য। পুজোর সময় যাতে অশান্তি না হয়, তার জন্য তিনি নজর রাখার চেষ্টা করছেন। কিন্তু বেছে বেছে বিজেপিকেই কেন তিনি টার্গেট করছেন? এদিন সেই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন, কারা প্ররোচনা করছেন। তার প্ররোচনায় কেউ পা দেবেন না। তিনি খুব ভালো করে জানেন, কারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন। তাই বিজেপির ঘাড়ে এখন দোষ চাপানোর চেষ্টা করছেন।”

একাংশের দাবি, কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের কথা হয়তো সুকান্তবাবু বলেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর বিজেপি কার্যত নিশ্চিত যে, একটি নির্দিষ্ট সম্প্রদায় এই হিন্দু ধর্মকে বিনষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে। তাই তাদেরকে তুষ্ট করতে হয় তো সরকার পক্ষ অত্যন্ত আগ্রহী। কারণ তাদের ভোটব্যাংক সরকারের কাছে গুরুত্বপূর্ণ। তাই হিন্দুদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজোতে কি তারাই অশান্তি করতে পারে! এটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন! তাই বিজেপি অশান্তি করতে পারে বলে, যদি পরে কোনো কোথাও শান্তি হয়, তাহলে বিজেপির ঘাড়ে দোষ চাপানো সুবিধা হয়ে যাবে! সেই কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে এই কথা বললেন, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

বিজেপির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তোষণের রাজনীতি করেন। আর হিন্দু ধর্ম পশ্চিমবঙ্গে কার্যত সংকটের মুখে। যে কারণে দেবী পক্ষ পড়ার আগেই তিনি পূজা মন্ডপের উদ্বোধন করে দেন, এটা শাস্ত্র গত ভাবে চরম অন্যায়ের বিষয়। কিন্তু মুখ্যমন্ত্রীর ফতোয়া সকলকেই মানতে হচ্ছে বলেই দাবি একাংশের। তবে পুজোর সময় যদি কোনো জায়গায় কোনো অশান্তি হয়, তাহলে তো রাজ্যের পুলিশ প্রশাসন তা সামাল দিতে পারবে না। আর কারা অশান্তি করবে হিন্দু ধর্মের এই অনুষ্ঠানে, সেটা মুখ্যমন্ত্রীও খুব ভালো মত জানেন। তাই তাদেরকে খুশি রাখতে বিজেপির ঘাড়ে দোষ চাপানো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত সহজ। ফলে আগেভাগেই তিনি এমন একটা পরিস্থিতি তৈরি করে বিজেপিকে দোষারোপ করতে শুরু করে দিয়েছেন। কিন্তু রাজ্যে যদি পূজোর সময় কোনো অশান্তি হয়, তাহলে সামাল দিতে না পারলে তার ব্যর্থতায় দায়ী হবে রাজ্য সরকার। জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকেই বলে দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, বিজেপিকে সাম্প্রদায়িক বলতে বলতে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁপিয়ে গিয়েছেন। কিন্তু দুর্গাপুজোর মতো উৎসবেও সেই বিজেপিকে দোষারোপ করার মধ্যেই তিনি শান্তি খুঁজে পান। নিজের প্রশাসনকে তো সামাল দিতে পারেন না। তাই দুর্গাপূজায় কোথাও কোনো ত্রুটি হলে তার প্রশাসন যখন ব্যর্থ হয়ে যাবে, তখন খুব সহজেই তিনি বিজেপির ঘাড়ে দোষ দিয়ে দেবেন। এটাই হয়ত মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনার মধ্যে রয়েছে। তাই মিডিয়াকে দিয়ে খবর করিয়ে তিনি এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছেন, যাতে অশান্তি হলে কেউ রাজ্য সরকারকে দায়ী না করেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চালাকি ধরা পড়ে গিয়েছে। সুকান্ত মজুমদারের বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!