এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যে গ্রেপ্তার বড়সড় হেভিওয়েট, ইডির ব্যাটিংয়ে কাবু তৃনমূল! প্রবল খুশি বিজেপি!

রাজ্যে গ্রেপ্তার বড়সড় হেভিওয়েট, ইডির ব্যাটিংয়ে কাবু তৃনমূল! প্রবল খুশি বিজেপি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে এতদিন নানা প্রশ্ন উঠেছিল। আদালত থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলের মুখে একটাই কথা ছিল যে, ডাকাডাকি, তল্লাশি তো অনেক হচ্ছে। কিন্তু গ্রেফতারির পালা কবে শুরু করবে ইডি? অনেকেই কেন্দ্রীয় সংস্থার ওপর ভরসা হারাতে শুরু করেছিলেন। তবে ঠিক সেই সময় চরম পদক্ষেপ নিল ইডি। আজ তারা এমন একটি পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে সাধারণ মানুষ আবার তাদের প্রতি বিশ্বাস ফিরে পেতে শুরু করেছেন। সকলে বলছেন, এবার তো গ্রেফতারির পালা শুরু হয়ে গেল। এবার ধীরে ধীরে যারা মূল মাথা, তাদেরকে ধরার প্রক্রিয়া শুরু করবে কেন্দ্রীয় সংস্থা। কিন্তু কাকে আজ গ্রেফতার করলো ইডি?

সূত্রের খবর, টানা তিন দিন তল্লাশির পর আজ এক চালকলের মালিক এবং বড়সড় হেভিওয়েট বলেই পরিচিত বাকিবুর রহমানকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, রেশন বন্টন দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তেমনভাবে পরিচিতি নেই রাজ্যবাসীর সঙ্গে এই বাকিবুর রহমানের। কিন্তু তিনি পর্দার আড়ালে থেকে অনেক কিছুই করেছেন বলে অভিযোগ বিরোধীদের। তারা বলছেন, এই বাকিবুর রহমানের কাছ থেকে এমন অনেক তথ্য পাওয়া যাবে, যা ভবিষ্যতে ইডির অনেক কাজ লাগবে। যতদূর খবর পাওয়া যাচ্ছে, তিনি রাজ্যের এক হেভিওয়েট মন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ট ছিলেন। ফলে এই দুর্নীতির ঘটনায় বাকিবুর রহমান গ্রেফতার হওয়ার পর কি আরও বড় কোনো হেভিওয়েটের দিকে হাত বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? তা নিয়ে আশা বাড়ছে বিরোধীদের মধ্যেও।

বিজেপির দাবি, এতদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় অনেকেই প্রশ্ন তুলেছেন। কিন্তু বড় বটগাছ তুলতে গেলে একটু সময় লাগে। তাই এবার সেই বটগাছের শাখা প্রশাখা উপড়ে আসতে শুরু করেছে। খুব দ্রুত সেঈ বটগাছও উঠে আসবে। আর তখনই রাজ্যের মানুষ প্রকৃত সুবিচার পাবেন। তবে এই সময় আসতে খুব বেশি দেরি নেই। বাকিবুর রহমানের গ্রেফতার হওয়ার পর তার জাল ধরে আরও অনেক হেভিওয়েট শ্রীঘরে যাবেন বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের দাবি, তদন্ত হচ্ছে, তল্লাশি হচ্ছে, ডাকাডাকি হচ্ছে, কিন্তু গ্রেপ্তার কেন হচ্ছে না! এই প্রশ্নই এতদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে নানা মহলের পক্ষ থেকে উঠতে শুরু করেছিল। যার ফলে তারাও কিছুটা চাপে পড়েছিলেন। কবে থেকে তারা পদক্ষেপ নেবেন, কিভাবে পদক্ষেপ নেবেন, তা নিয়ে তাদের মধ্যেও বিস্তর আলোচনা হয়েছে। কিভাবে তদন্তকে আরও গুটিয়ে আনা যায়, তা নিয়ে তারা দফায় দফায় অনেক চেষ্টা করেছেন। জেলায় জেলায় টিম পাঠিয়ে, তল্লাশি করে অবশেষে ইডি কিছুটা হলেও সাফল্য পেল। কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না। মানুষ প্রকৃত দোষীদের গ্রেপ্তার চাইছেন। হয়ত প্রাথমিক পর্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পুজোর আগেই একটা উপহার রাজ্যবাসীকে দিয়েছে। কিন্তু আরও বড় উপহার, যেখানে আসল মাথা ধরা পড়বে, সেদিনের জন্য অপেক্ষা করছেন রাজ্যের কোটি কোটি মানুষ। তাই যাকে ধরা হয়েছে, তার কাছ থেকে তথ্য নিয়ে যারা দোষী, এবার তাদের হাজতে ঢোকানোর কাজ শুরু করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!