এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Breaking News, আবার সিবিআইয়ের সমন পেলেন কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত

Breaking News, আবার সিবিআইয়ের সমন পেলেন কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল একেবারে নাটকীয় ভাবে সিবিআই দপ্তরে হঠাৎ উপস্থিত হতে দেখা গেল কয়লা কাণ্ডের মূল চক্রি অনুপ মাঝি বা লালাকে। গত কয়েক মাস ধরে বেপাত্তা ছিলেন তিনি। কাল সকাল ১১ টার সময়ে ২ জন আইনজীবীকে সঙ্গে নিয়ে নিজাম প্যালেসে হঠাৎ উপস্থিত হলেন তিনি। গতকাল ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ পর্ব চলে তার। এরপর, আগামী পয়লা এপ্রিল অর্থাৎ আগামীকাল তাকে আবার সিবিআই দপ্তরে উপস্থিত হবার নির্দেশ দেয়া হয়েছে।

দীর্ঘ সময় ধরে ফেরার ছিলেন কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি। বারবার নোটিস পাঠিয়েও তাকে পাওয়া যায় নি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পাওয়ার পর নিজেই হাজিরা দিলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে, আগামী ৬ ই এপ্রিল পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। গতকাল ৭ ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ চলেছে। বেআইনিভাবে কয়লা উত্তোলন, কয়লা পাচারের অভিযোগে অভিযুক্ত লালা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

লালাকে এই অবৈধ কাজে সাহায্য করেছেন ইসিএলের একাধিক উচ্চপদস্থ কর্মচারী, রেলের কিছু উচ্চপদস্থ কর্মীচারী। আবার, বহু প্রভাবশালী ব্যক্তির নামও জড়িয়েছে এই কারবারে। এই কারবারের লভ্যাংশ নিজেই প্রভাবশালীদের কাছে পৌঁছে দিতেন লালা। গতকাল, জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেন নি অনুপ মাঝি। বহু প্রশ্নের জবাব তিনি সুকৌশলে এড়িয়ে গিয়েছেন।

আবার, বেশ কিছু প্রশ্নের তিনি কোনো উত্তর দেননি। নিজাম প্যালেস থেকে বেরোবার পর গণমাধ্যমের সামনেও মুখে লিউকোপ্লাস্ট এটে রেখেছিলেন অনুপ মাঝি। গোয়েন্দা সূত্রে জানা গেছে, আগামীকাল আবার তাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। তাকে জিজ্ঞাসাবাদ করে নতুন কোন তথ্য উঠে আসে কিনা? সেদিকেই দৃষ্টি রয়েছে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!