এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বর্ধিত সংক্রমনের আবহে রাজ্যে ফের নতুন করে জারি হলো বিধি-নিষেধ

বর্ধিত সংক্রমনের আবহে রাজ্যে ফের নতুন করে জারি হলো বিধি-নিষেধ


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। বেশ কিছুদিন ধরে যা কুড়ি হাজারের উপরে অবস্থান করছে। এই পরিস্থিতিতে রাজ্যে অনুষ্ঠিত হয়েছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা থেকে সংক্রমণ ব্যাপক হারে বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞ ও চিকিৎসকদের। এই পরিস্থিতিতে রাজ্যের বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি করা হলো নবান্নের পক্ষ থেকে। ৩১ সে জানুয়ারি পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নতুন নির্দেশিকাতে জানানো হয়েছে, আগের মত সরকারি ও বেসরকারি অফিসগুলি ৫০ % কর্মী নিয়ে কাজ করবে। লোকাল ট্রেন রাত দশটা পর্যন্ত চলবে। মেট্রো টেনের পরিষেবাও যেমন চলছে, তেমনটাই চলবে। তবে, বিয়ে বাড়ির ক্ষেত্রে বেশ কিছুটা ছাড় দেয়া হয়েছে। বিয়ে বাড়ির অনুষ্ঠানে সর্বাধিক ২০০ জন ব্যক্তিকে নিমন্ত্রণ করা যাবে। অথবা অনুষ্ঠান ভবনের ৫০% ভর্তি করা যাবে।

গঙ্গাসাগর মেলার মত অন্য মেলাগুলির ক্ষেত্রেও বেশ কিছুটা ছাড় দেয়া হয়েছে। জানানো হয়েছে, সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে খোলা জায়গায় মেলার অনুষ্ঠান করা যাবে। রেস্তরা, শপিংমল, সিনেমা হল এগুলির ক্ষেত্রে যে বিধি-নিষেধ জারি করা হয়েছিল, সেটাই থাকবে। স্কুল-কলেজ আপাতত বন্ধ থাকবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!