এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Breaking News, ভোট-পরবর্তী হিংসার তদন্তে সিবিআইয়ের রিপোর্ট পেশ আদালতে

Breaking News, ভোট-পরবর্তী হিংসার তদন্তে সিবিআইয়ের রিপোর্ট পেশ আদালতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট-পরবর্তী হিংসার তদন্তের নির্দেশ সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। খুন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে সিবিআইকে। আদালতের নির্দেশ পাওয়ার পরেই রাজ্যজুড়ে তদন্তের কাজে নেমেছে সিবিআই। চারটি দল গঠন করে রাজ্যের স্থানে স্থানে ছড়িয়ে পড়েছে সিবিআই। এ অবস্থায় আজ ভোট পরবর্তী হিংসার তদন্তের অন্তর্বর্তী রিপোর্ট হাইকোর্টে জমা দিল সিবিআই।

আজ বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর তদন্ত রিপোর্ট হাইকোর্টের হাতে তুলে দিয়েছে সিবিআই। ইতিপূর্বে, তাঁর ময়নাতদন্তের রিপোর্ট দিয়েছিল সিবিআই। এবার তাঁর মৃত্যুর ঠিক আগের কয়েকটি ফোন কল সংক্রান্ত তথ্য সিবিআই এর হাতে এসেছে। তাঁর মৃত্যু নিয়ে তদন্তের কাজ কতদূর এগিয়েছে? এ বিষয়ে আজ আদালতকে জানিয়েছে সিবিআই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে, আজ দুপুর বেলায় সিবিআই এর ডিএসপি পদমর্যাদার জনৈক আধিকারিক হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে বৈঠক করেছেন তিনি। এদিকে, ভোট পরবর্তী হিংসার ঘটনায় আজ আরও তিনটি এফআইআর দায়ের করেছে সিবিআই। ভোট-পরবর্তী হিংসায় সিবিআই এর দায়ের করা এফআইআর এর সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ৩১। গতকাল রাজ্যের বিভিন্ন জেলায় সিবিআই আধিকারিকেরা গিয়েছিলেন। জানা যাচ্ছে, আজ নন্দীগ্রামে যাচ্ছে সিবিআই এর একটি বিশেষ দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!