এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বুলবুলে ক্ষতিগ্রস্ত 35 লক্ষ মানুষ! কেন্দ্রের কাছে 24 হাজার কোটি টাকা চাইল মমতা-সরকার

বুলবুলে ক্ষতিগ্রস্ত 35 লক্ষ মানুষ! কেন্দ্রের কাছে 24 হাজার কোটি টাকা চাইল মমতা-সরকার


 

সম্প্রতি রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। যার প্রভাবে রাজ্যের অনেক এলাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম দিকে এই বুলবুলের ভয়ংকরতা অনুভব করে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছিল। আর পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই বুলবুল বয়ে যেতে পারে এবং তার প্রভাব ভয়ংকর হতে পারে, তা অনুধাবন করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রের তরফ থেকে যদি কোনো সাহায্য লাগে, তাহলে তা তারা দিতে প্রস্তুত বলেও রাজ্য প্রশাসনকে জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় প্রশাসন। আর এবার বুলবুলে বিধ্বস্ত এলাকায় মোট 23 হাজার 811 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কেন্দ্রীয় টিমকে জানিয়ে দিল রাজ্য সরকার।

সূত্রের খবর, শুক্রবার সকালে উত্তর 24 পরগনার বসিরহাট, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, সন্দেশখালি এলাকা পরিদর্শন করে কেন্দ্রীয় টিম। যেখানে হেলিকপ্টার করে তারা নিচের এলাকা পরিদর্শন করলেও দক্ষিণ 24 পরগণা নামখানা, পাথরপ্রতিমা সহ বিভিন্ন বিধ্বস্ত এলাকা গাড়িতে করে ঘুরে দেখেন। ব্লক, মহাকুমা, জেলা প্রশাসন এবং দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কি অবস্থা রয়েছে, তার ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেন।

আর শনিবার সেই কেন্দ্রীয় টিম নবান্নে এসে রাজ্যের প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে। জানা যায়, এই কেন্দ্রীয় টিমে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম-সচিব কে বি সিং, অর্থ মন্ত্রকের ব্যয় বরাদ্দ দপ্তরের সহ অধিকর্তা সুমিত আগরওয়াল, কৃষি ও কৃষক সহায়তা অধিকর্তা নরেন্দ্র কুমার, কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর ও পি সুমন সহ নয়জন অফিসার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তারা রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে এসে মুখ্যসচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান সচিব দুষ্যন্ত নারিয়ালা সহ অন্যান্য অফিসারদের সঙ্গে বৈঠক করেন। আর এই বৈঠক থেকেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে বুলবুলের ক্ষয়ক্ষতির হিসেব তুলে ধরেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।

সূত্রের খবর, মুখ্যসচিব বুলবুলের জন্য 35 লক্ষ্য মানুষ ক্ষতিগ্রস্ত, 5 লক্ষ 17হাজার 535 টি বাড়ি, 14 লক্ষ 89 হাজার 924 হেক্টর কৃষি জমি, 597 কোটি টাকার বিদ্যুত সহ মোট ক্ষতির অংক 23 হাজার 811 কোটি টাকা দেখিয়েছেন। আর কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে রাজ্য 24 হাজার কোটি টাকার মতো ক্ষতিপূরণ চাওয়ায় এখন কেন্দ্র সেই ক্ষতিপূরণ দেয় কিনা, সেদিকেই নজর রয়েছে সকলের।

এদিন এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান সচিব দুষ্যন্ত নারিয়ালা বলেন, “এই পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষকে 4 লক্ষ 35 হাজার ত্রিপল দেওয়া হয়েছে। ছয় লক্ষ কুড়ি হাজার জলের পাউচ দিয়েছে জনস্বাস্থ কারিগরি দপ্তর। গোসাবা ও রাঙাবেলিয়া এলাকায় বাড়তি ট্যাংকে পরিষদীয় জল সরবরাহ করা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে সবরকম সাহায্য করা হচ্ছে।”

বিশেষজ্ঞরা বলছেন, যেখানে প্রতিনিয়ত রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, কেন্দ্র তাদের সাহায্য করে না। সেখানে এই বুলবুল ঝড়ে প্রথমেই রাজ্যের পাশে থাকার বার্তা দিতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় সরকারকে। আর এবার সেইমত কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে রাজ্য প্রশাসনের সাথে বৈঠক করায় অনেকটাই আশা প্রকাশ করতে শুরু করেছে রাজ্য প্রশাসন। তবে রাজ্য প্রশাসন বুলবুলের ক্ষতির রিপোর্ট কেন্দ্রীয় প্রশাসনকে দেওয়ায় এখন কেন্দ্রীয় প্রশাসন আদৌ কোনো অর্থ দিয়ে রাজ্যকে সাহায্য করে কিনা, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!