এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রোজভ্যালি কাণ্ডে নয়া মোড় – এবার সিবিআই স্মরনাপন্ন হল দময়ন্তী সেনের

রোজভ্যালি কাণ্ডে নয়া মোড় – এবার সিবিআই স্মরনাপন্ন হল দময়ন্তী সেনের


সারদা থেকে নারদা প্রায় প্রতিটি ঘটনাতেই আর্থিক কেলেঙ্কারির যোগসুত্র রয়েছে। আর সেখানেই রাজ্যের শাসকদলের দিকে অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে শাসকদলের পক্ষ থেকে বারবার সেই আর্থিক কেলেঙ্কারির অভিযোগ খারিজ করে দিলেও তদন্তের বিভিন্ন সময় দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে রাজ্যের শাসক দল থেকেই হাজিরা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে।

সম্প্রতি এই ব্যাপারে অস্বস্তি বাড়তে শুরু করেছিল রাজ্যের শাসকদলের একের পর এক হেভিওয়েট নেতার সিবিআই অফিসে বারবার হাজিরা দেওয়ায়। কিন্তু এবার সিবিআই আর্থিক কেলেঙ্কারির সূত্র পেতে রাজ্য প্রশাসনের সাহায্য চাইল। সূত্রের খবর, এবার সিবিআই রাজ্য পুলিশের দক্ষ অফিসার দময়ন্তী সেনের দ্বারস্থ হল। রোজভ্যালি কাণ্ডে গুরুত্বপূর্ণ তথ্য হাসিল করতে তাঁর সঙ্গে কথা বলতে চেয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে বলে জানা গেছে।

প্রসঙ্গত, রোজভ্যালি কান্ড যখন প্রথম সামনে এসেছিল, তখন দময়ন্তী সেন সেই অভিযোগের তদন্ত করছিলেন। তিনি সেবিকে সেই অনুযায়ী রিপোর্ট পেশ করেছিলেন। তাই সিবিআই মনে করছে, দময়ন্তী সেনকে জেরা করলে রোজভ্যালি কাণ্ডের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। উল্লেখ্য, 2010 সালে প্রথম রোজভ্যালি কান্ড ধরা পড়ে আর সে সময় কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার কমিশনার ছিলেন দময়ন্তী সেন। ফলে, রোজভ্যালির তদন্ত শুরু করেছিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই নিয়ে তিনি নিজে চিঠি লিখেছিলেন সেবিকে। তারপর সেবি রোজভ্যালির ওপর নিষেধাজ্ঞা জারি করে। দময়ন্তী সেনের করা সেই তদন্ত রিপোর্ট হাতে পেলে অনেক রহস্যের সমাধান হবে আর তাই সিবিআই দময়ন্তী সেনের সাথে কথা বলতে চাইছে বলে জানা গেছে। প্রসঙ্গত, পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দময়ন্তী সেনের সংঘাত লাগে। সেসময় দার্জিলিঙে বদলি করা হয়েছিল তাঁকে। একাধিক পদে বদলি হওয়ার পর সম্প্রতি তিনি কলকাতায় ফিরেছেন।

বর্তমানে, কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (3) পদে রয়েছেন তিনি। দময়ন্তী সেনকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই এর তরফ থেকে রাজ্য ডিজি বীরেন্দ্রকে চিঠি পাঠানো হয়েছে ইতিমধ্যে। কিন্তু এখনও পর্যন্ত সেই চিঠির কোনো উত্তর মেলেনি বলেই জানা গেছে। তবে, শুধু দময়ন্তী সেন নয়, কলকাতা পুলিশের আরেক পুলিশ অফিসার ওয়াকার রাজাকেও সিবিআই এর তরফ থেকে ডেকে পাঠানো হয়েছে বলে। রোজভ্যালি যখন 2012 সালে বাজার থেকে বেআইনি পথে অর্থ সংগ্রহ করছিল সে সময় স্পেশাল পুলিশ অফিসার পদে ছিলেন ওয়াকার রাজা।

রোজভ্যালি কাণ্ডে সিবিআই এর এই পদক্ষেপে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে যদি প্রশাসন স্তর থেকে সাহায্য করা হয়, তাহলে এই অর্থনৈতিক দুর্নীতিতে অনেক মাথাই এবার সামনে আসবে। তবে রাজনৈতিক মহলের দাবি, রোজভ্যালি কাণ্ডে জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে অনেক হেভিওয়েট ব্যক্তিত্ব সিবিআইয়ের নজরবন্দি হয়েছেন। তার মধ্যে শাসক দলের নেতা, মন্ত্রীও আছেন। তাই এবার দেখার, প্রশাসক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রোজভ্যালি কাণ্ডে তদন্তের গতি প্রকৃতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতটা সাহায্য করে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!